Site icon লোকাল সংবাদ

আসছে ফাটাফাটি ফিচার্স নিয়ে ইভা সোলার কার, জ্বালানি ছাড়া সূর্যের আলোতেই চলবে গাড়ি

ইভা সোলার কার

প্রতিনিধত্বমুলক

বর্তমানে ভারত মন্ডপমে চলছে গাড়ির মেলা। অটোমোবাইল বাজার দখল করতে নতুন নতুন চমক দেখাচ্ছে বিভিন্ন কোম্পানি। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি কোম্পানিগুলি। আর তার মধ্যেই সম্প্রতি ভারত মোবিলিটি ২০২৫এ দুর্দান্ত চমক দেখালো ভেভ মোবিলিটি। নিয়ে এলো ইলেকট্রিক চার চাকা। যেখানে সূর্যের আলোতেই চার্জ হবে ব্যাটারি। খরচ খরচাও রয়েছে বেশ কম। আর কি কি নতুনত্ব বৈশিষ্ট্য রয়েছে এই গাড়ির? দামই বা কত রয়েছে? চটজলদি জেনে নিন এই প্রতিবেদনে।

খবর রয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫এ গত শনিবার লঞ্চ হয়েছে ইভা সোলার কার। যা ভেভ মোবিলিটি এর দ্বারা তৈরি। তিনটি মডেল রয়েছে এই গাড়ির। আর সেই তিন মডেল হল নোভা, স্টেলা এবং ভেগা মডেল। এই গাড়িটি ভারতে লঞ্চ হলে প্রথম সোলার গাড়ি হিসেবে লঞ্চ হবে। অর্থাৎ এই গাড়িটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যে এই গাড়ির ব্যাটারি ইলেকট্রিকের মাধ্যমে নয়, সোলার প্যানেলের মাধ্যমে চার্জিং হতে সক্ষম। কি কি বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে?

ইভা সোলার কারের বেসিক মডেল হল নোভা। আর এই নোভা মডেলে থাকবে ৯ kWh ব্যাটারি। ১২.৬ kWh ব্যাটারি যুক্ত করা হবে স্টেলা মডেলে এবং ভেগা মডেলে সংযোগ করা হবে ১৮.২ kWh ব্যাটারি। যা সম্পূর্ণ একক চার্জে মাইলেজ দেবে ২৫০ কিমি। অর্থাৎ একবার ফুল চার্জে ২৫০ কিমি রাস্তা অতিক্রম করতে পারবে এই বৈদ্যুতিক গাড়ি।

আরও পড়ুন: লঞ্চ হলো ফেরাটো ডেফি২২ বৈদ্যুতিন স্কুটারটি, পাওয়া যাচ্ছে জলের দামে

খরচ খরচাও রয়েছে সাধ্যের মধ্যে। প্রতি এক কিলোমিটার চালাতে ইভা সোলার কারের খরচা রয়েছে ৫০ পয়সা। মূলত দীর্ঘদিন রিসার্চ করে সোলার প্যানেল এবং বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই গাড়ি। যেখানে ব্যবহার করা হয়েছে উন্নত মানের হার্ডওয়ার এবং সফটওয়্যার সিস্টেম। যার ফলে এই গাড়ি দুর্দান্ত মাইলেজ দিতে সক্ষম হবে বলে জানিয়েছেন ভেভ মোবিলিটির চিফ টেকনোলজি অফিসার সৌরভ। শুধু তাই না, এই সোলার প্যানেলের গাড়ি ভারতে বাজারে এলে তা গাড়ি এবং বৈদ্যুতিক বাজারে বিপ্লব ঘটাবে বলে মন্তব্য করেছেন কোম্পানির আধিকারিক নিতেশ বাজাজ।

যদি দামের কথা বলি সেক্ষেত্রেও দাম রয়েছে অন্যান্য চারচাকা গাড়ির তুলনায় বেশ সাশ্রয়ী মূল্যের। বলা যায় বুলেটের দামে পাওয়া যাবে এই গাড়ি। এক্স শোরুম মূল্য ৩.২৫ লাখ টাকা থেকে শুরু ইভা সোলার কারের বেস্ট মডেলের। যার সর্বোচ্চ মডেলের দাম হতে পারে ৬ লাখ টাকা পর্যন্ত। চলতি মাস থেকেই শুরু হয়ে যাবে প্রি বুকিং। অনুমান করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মধ্যবর্তী সময় থেকেই অটোমোবাইল বাজারে প্রস্তুত করা হবে ইভা সোলার কার। তবে ক্রেতামহলে এই গাড়ি কতটা চমক আনতে পারে সেটাই দেখার।

Exit mobile version