Vaastu tips: হাতে একদম টাকা নেই, চলছে অর্থসংকট, বাস্তুদোষই মূল কারণ

Vaastu tips: অনেক মানুষ আছে যারা এখনো শাস্ত্র মেনে তার জীবনের পরিবর্তন আনে। এবার অনেক মানুষ আছে যারা এসব বিশ্বাস করেননা। তবে শাস্ত্রমতে বাড়ি তৈরি ও গোছানোর ক্ষেত্রে মেনে চলতে হয় কিছু নিয়ম। কোনো বাড়ি বস্তুমতে বানানো হয়েছে কিনা , তার জিনিসপত্র কোন মুখ করে টাঙানো এর উপর নির্ভর করে অনেক কিছুই। আর এরই প্রভাব পড়তে শুরু করে রোজকার জীবন, কর্মক্ষেত্র, টেনশন, প্রেম সব কিছুর উপর এর প্রভাব পড়ে।

এমনকি মানসিক সমস্যা দেখা দিতে পারে বাস্তুর নিয়ম ঠিক না মেলা হলে হতে পারে। আগে প্রায় সব বাড়িগুলি হতো আয়তকার। ঘরের সাথে বাথরুম বা জলের কল কোনোটাই থাকতো না। কিন্তু এখন ফ্ল্যাট আসার পর একই জায়গায় রান্নাঘর, বাথরুম সব একসাথে এক ছাদের তলায় থাকে। যা বাস্তু সাপেক্ষ (Vaastu tips) হচ্ছেনা।

আরো পড়ুন: ভয়ঙ্কর ভবিষ্যতবাণী, কোভিডের চেয়েও ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে ২০২৫ সালে

বাস্তুদোষ (Vaastu tips) এবং প্রতিদান:

  • বাড়ির প্রধান দরোজা উত্তরদিকে হলে এবং বাড়িটি বায়ু কোনে হলে, তবে ওই বাড়ির মালিকের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়। এর ফলে বারবার অর্থ নষ্টের সমস্যা থাকে।
  • বাড়ির ঈশান কোন উঁচু এবং মাঝখানে কুয়ো, গর্ত বা জলের ট্যাংক থাকে তবে ওই বাড়িতে আর্থিক ক্ষতির সাথে সাথে মানসিক শান্তি বিঘ্নিত হয়।
  • বাড়ির ঈশান কোন ছোট এবং অগ্নিকোণ বড় হলে তা সংসারে অশান্তি এবং অসুস্থতা বৃদ্ধি করে।
  • জমির বায়ু কোন উঁচু হলে অথবা বায়ু কোন এবং উত্তর দিকের মাঝে যদি বাড়ি তৈরি করা হয় তবে বাস্তু দোষে (Vaastu tips) শত্রুর সংখ্যা বাড়ে এবং কর্তা বারবার অসুস্থ হয়ে পড়েন।
  • জমির দক্ষিণ বা পশ্চিম দিকের কিছুটা জমি অথবা পুরো পশ্চিম দিকের জমি নিচু হলে ঋণের দায়ে জড়িয়ে পড়তে হয়। ফলে অর্থ কষ্টের শেষ হয়না।
  • যদি কোনো জমির পূর্বদিক খুব উঁচু বা খুব নিচু হয় এবং পূর্ব দেয়ালের লাগোয়া ঘর বা রাস্তা থেকে তবে সেই বাড়ির সন্তানের জীবনে গভীর সংকট আসে এবং অন্য সদস্যরা লোক সমাজে বারবার অপমানিত হন।
  • জমির উত্তর বা পূর্ব কোন নিচু এবং পশ্চিম বা দক্ষিণ কোন যদি উচুঁ হয় তবে সেই বাড়ির কন্যা সন্তানের ভাগ্যে সুখ শান্তি কম থাকে মানসিক শান্তি বজায় থাকেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *