Site icon লোকাল সংবাদ

Vaastu tips: হাতে একদম টাকা নেই, চলছে অর্থসংকট, বাস্তুদোষই মূল কারণ

Vaastu tips

Representative

Vaastu tips: অনেক মানুষ আছে যারা এখনো শাস্ত্র মেনে তার জীবনের পরিবর্তন আনে। এবার অনেক মানুষ আছে যারা এসব বিশ্বাস করেননা। তবে শাস্ত্রমতে বাড়ি তৈরি ও গোছানোর ক্ষেত্রে মেনে চলতে হয় কিছু নিয়ম। কোনো বাড়ি বস্তুমতে বানানো হয়েছে কিনা , তার জিনিসপত্র কোন মুখ করে টাঙানো এর উপর নির্ভর করে অনেক কিছুই। আর এরই প্রভাব পড়তে শুরু করে রোজকার জীবন, কর্মক্ষেত্র, টেনশন, প্রেম সব কিছুর উপর এর প্রভাব পড়ে।

এমনকি মানসিক সমস্যা দেখা দিতে পারে বাস্তুর নিয়ম ঠিক না মেলা হলে হতে পারে। আগে প্রায় সব বাড়িগুলি হতো আয়তকার। ঘরের সাথে বাথরুম বা জলের কল কোনোটাই থাকতো না। কিন্তু এখন ফ্ল্যাট আসার পর একই জায়গায় রান্নাঘর, বাথরুম সব একসাথে এক ছাদের তলায় থাকে। যা বাস্তু সাপেক্ষ (Vaastu tips) হচ্ছেনা।

আরো পড়ুন: ভয়ঙ্কর ভবিষ্যতবাণী, কোভিডের চেয়েও ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে ২০২৫ সালে

বাস্তুদোষ (Vaastu tips) এবং প্রতিদান:

Exit mobile version