Site icon লোকাল সংবাদ

দীর্ঘ ৩৭ বছরের সম্পর্কে ফাটল গোবিন্দ-সুনীতার

গোবিন্দ-সুনীতা

প্রতিনিধত্বমুলক

বলিউড জগতের অন্যতম নামকরা অভিনেতা হলেন গোবিন্দ। একসময় চলচ্চিত্র জগৎ জুড়ে রাজ করেছেন এই অভিনেতা। প্রায় ১২ বার ফিল্মফেয়ার পুরস্কারে অভিভূত হয়েছেন তিনি। পাশাপাশি প্রাক্তন রাজনীতিবিদ হিসেবেও তাঁর নাম রয়েছে। তবে শুধু ব্যক্তিগত জীবন নয়, তাঁর দাম্পত্য জীবন নিয়েও বেশ আলোচনা চলে নেটদুনিয়ায়। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবন অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার। একসময় এই জুটি বলিউড জগতে সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিল। তবে বেশ কিছুদিন ধরেই তাদের দীর্ঘ সম্পর্কে বিচ্ছেদ নিয়ে জোড় আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই গুঞ্জন সত্যি হওয়ার ইঙ্গিত দিল গোবিন্দর স্ত্রী সুনীতা। কি বললেন তিনি?

প্রসঙ্গত, বলিউড অভিনেতা গোবিন্দা। এবং তাঁর স্ত্রী সুনীতার সম্পর্ক বহু বছরের। বিবাহের পর তিনি সকলের সামনে তাঁর স্ত্রীকে প্রকাশ্যে আনেনি। চলচ্চিত্র জগতে খ্যাতি না কমে যাওয়ার কারণে তিনি তাঁর বিবাহের খবর বহুদিন গোপনে রেখেছিলেন। বিবাহের তিন বছরের মাথায় তিনি তাঁর এই সুখবর সকলকে জানান। বিবাহের পর বহু বছর তাঁরা একে অপরে দুর্দান্তভাবে জীবন কাটিয়েছেন। বলা যায় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। কিন্তু বর্তমানে উঠে আসছে তাঁর বিপরীত চিত্র। এমনটাই জানালেন অভিনেত্রী সুনীতা।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের কথা তুলে ধরেন গোবিন্দ স্ত্রী সুনীতা। তিনি জানান, বর্তমানে গোবিন্দর সাথে তিনি এক ছাদের তলায় থাকেন না। তাঁরা আলাদা বসবাস করেন। দুই সন্তানকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন বলি অভিনেতার স্ত্রী। তার বিপরীতে নিজের বাংলোয় একাকী জীবন কাটান অভিনেতা গোবিন্দ। আর এই খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন উঠেছে গোবিন্দ-সুনীতার বিবাহ বিচ্ছেদ বিষয়ে। প্রশ্ন উঠছে এত বছরের সম্পর্কে হঠাৎ ফাটল? তাও আবার এই বয়সে? কোনো তৃতীয় ব্যক্তির আগমন?

আরও পড়ুন: মহারাজের ভূমিকায় রাজকুমার রাও? বিবাহবার্ষিকীতে বায়োপিক বিষয়ে যা বললেন সৌরভ

দীর্ঘ সময় ধরে গোবিন্দ-সুনীতা সুখী দম্পতি হিসেবে বলিউডে রাজ করেছিলেন। তবে এবার তাঁদের সম্পর্কে দাঁড়ি টানার খবর প্রকাশ্যে এসেছে। কানা ঘুষোয় শোনা যাচ্ছে অবসরপ্রাপ্ত বয়সে এসে এক অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন রাজাবাবু। অর্ধবয়সী মারাঠি অভিনেত্রীর সাথে গোবিন্দার সম্পর্কের গুঞ্জন উঠেছেন নেটদুনিয়ায়। আর এই কারণেই নাকি সম্পর্কে ফাটল ধরেছে গোবিন্দ ও তাঁর স্ত্রীর। সত্যিই কি তাই? এ প্রসঙ্গে কি বললেন সুনীতা?

গোবিন্দ-সুনীতা সম্পর্কের বিচ্ছেদ প্রসঙ্গে সুনীতা সাক্ষাৎকারে বলেন, তিনি পূর্বে তাদের দাম্পত্য জীবন নিয়ে সুখী সুরক্ষিত বোধ করতেন। তবে বর্তমানে তিনি সেই নিরাপত্তা বোধ করেন না। তিনি গোবিন্দকে বিশ্বাস করেন না। কারণ হিসেবে তিনি জানান আগে গোবিন্দ কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা ছিল না। তবে বর্তমানে বয়স হয়ে যাওয়ায় বাড়িতেই বেশিরভাগ সময় বসে থাকেন। সেই কারণে সুনীতার ভয় হয় পরকীয়া সংক্রান্ত যদি কিছু করে বসে। তবে নেটজগতে তৃতীয় ব্যক্তি নিয়ে গুঞ্জন উঠলে অভিনেতার তরফে কোনো উত্তর আসেনি।

Exit mobile version