Site icon লোকাল সংবাদ

Pop-Up Adds: অবাঞ্ছিত বিজ্ঞাপনের কারণে বিরক্ত? কি উপায় শেখালো গুগল?

Pop-Up Adds

প্রতিনিধত্বমুলক

Pop-Up Adds: বর্তমান আধুনিক যুগে মুঠোফোন ছাড়া এক মুহূর্ত চলা অসম্ভব। কিন্তু ফোন খুললেই বিভিন্নরকম বিজ্ঞাপন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের কাছে। আপনি যখনই সমাজ মাধ্যমের পাতায় স্ক্রল করবেন কিংবা পছন্দমত কোন ভিডিও দেখবেন তখনই এই বিজ্ঞাপন হয়ে উঠবে সবথেকে বড় যন্ত্রণার বিষয়। কখনো কখনো কিছু বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া সম্ভব হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রযুক্তির কারসাজিতে পাতা জুড়ে থেকে যায় দীর্ঘক্ষণ। দেখতে না চাইলেও স্ক্রিন জুড়ে চলে সেই বিজ্ঞাপন।

বিজ্ঞাপন হল বিরক্তির কারণ

অবসর সময় যখন আপনি পছন্দমতো কোনো ছবি কিংবা ভিডিও দেখেন তখন যদি মুঠোফোনের পর্দায় বারবার অযাচিত বিজ্ঞাপন ভেসে ওঠে তাহলে বিরক্ত হবারই কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। অনেক সময়ে স্ক্রল করতে গিয়ে বিজ্ঞাপনের পাতায় ক্লিক হয়ে সেই ওয়েবসাইটও খুলে যায়। পাশাপাশি এই অযাচিত বিজ্ঞাপনের ওয়েবসাইট সুরক্ষিত না হওয়ার জন্য এমন ওয়েবসাইট থেকে ভাইরাস বা ম্যালঅয়্যার ফোনে ঢুকে যাওয়াও অসম্ভব নয়। যদি এই ধরনের ‘পপ-আপ অ্যাড’ বার বার পাতা জুড়ে আসতে শুরু করে তাহলে ফোনের গতিও শ্লথ হয়ে যায়, ব্যাটারির খরচ বাড়ে। এর হাত থেকে কোনভাবে কি মুক্তি পাওয়া যাবে না? আজকের এই প্রতিবেদনটি পড়লেই জানতে পারবেন এই অ্যাড বন্ধ (Pop-Up Adds) করার কিছু উপায়।

আরও পড়ুন: সমাজমাধ্যম সরগরম ঘিবলি নিয়ে, কিভাবে আসলো এই জনপ্রিয়তা?

ফোনে কিভাবে বন্ধ (Pop-Up Adds) করবেন এই অ্যাড?

কিভাবে ব্রাউজারে বন্ধ (Pop-Up Adds) করবেন এই বিজ্ঞাপন?

Exit mobile version