দীঘা হলো বাঙালির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। শরীর এবং মনের ক্লান্তি দূর করার জন্য কাছে পিঠে এর থেকে ভালো জায়গা আর কোথাও নেই। তাই সপ্তাহের শেষে কোলাহলমুক্ত দিন কাটাতে হলে মাথায় আসে প্রথমেই দীঘার নাম। দীঘায় সম্প্রতি নির্মাণ করা হয়েছে জগন্নাথ মন্দিরের যা একেবারে পুরীর আদলে তৈরি। কবে শুভ উদ্বোধন হচ্ছে এই মন্দিরের? বিস্তারিত সবটাই জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে।
নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের ট্রাস্টি পর্ষদের প্রথম বৈঠকে প্রাণপ্রতিষ্ঠার দিনক্ষণ চূড়ান্ত করল রাজ্য সরকার। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বহুদিন ধরেই পরিকল্পনা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কী হবে এবং বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা কতটা কড়া হবে এই বিষয় নিয়েও এদিন মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনিক কর্তারা সবিস্তারে আলোচনা করেছেন।
প্রশাসনিক মারফত জানা গেছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৯শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ এবং প্রাণপ্রতিষ্ঠার কর্মসূচি হবে। পাশাপাশি শুভ উদ্বোধন করা হবে ৩০শে এপ্রিল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা, ভিড়, ব্যবস্থাপনা, গাড়ি রাখার বন্দোবস্ত প্রত্যেকটি বিষয় নিয়েই আলাপ আলোচনা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভে যেসব দুর্ঘটনা ঘটেছে তার প্রসঙ্গ টেনে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অযথা উন্মাদনা তৈরি করা নিয়ে সতর্ক করেছেন সকলকে। সবদিক চিন্তা করেই মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট, এই শর্তগুলি না মানলে অ্যাকাউন্টে ঢুকবে না টাকা
মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে তাতে উঠে এসেছে ট্রাস্টের ২৭ জনের মধ্যে ২২ জনের নাম। নবান্ন আগামী দিনে বাকিদের নাম চূড়ান্ত করবে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ট্রাস্ট গঠনের প্রস্তাবটি চূড়ান্ত হয়। রাজ্যবাসীদের মধ্যে দীঘার জগন্নাথ মন্দিরটি ঘিরে উন্মাদনা রীতিমত তুঙ্গে।
নবগঠিত এই ট্রাস্টে থাকবে পুরীর জগন্নাথ মন্দির, কালীঘাট মন্দির, সারদা মঠ, রামকৃষ্ণ মিশন, ইসকন, দিঘার মাসির বাড়ি, সনাতন সঙ্ঘের প্রতিনিধি, সিএ-ফার্ম এবং জনসংযোগ আধিকারিকরা। মুখ্যসচিব ছাড়াও পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা অখিল গিরি, পুরীর মন্দিরের জগন্নাথ দয়িতাপতি, রাজেশ দয়িতাপতি, দিঘাার মাসির বাড়ি, সনাতনি সঙ্ঘের প্রতিনিধিরা এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন।