দেশের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। ভারতীয় রেলের পক্ষ থেকে সম্প্রতি চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশেই বিপুল সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। আপনিও কি সরকারি চাকরির চেষ্টা করছেন? তবে আবেদন বৃত্তান্ত বিশদে জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।
নিয়োগ সংস্থা:
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
ভারপ্রাপ্ত সংস্থা:
ভারতীয় রেল
পদের নাম:
ভারতীয় রেল দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শূন্যপদ:
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩২,৪৩৮টি পদে কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থাটি।
আবেদনের মাধ্যম:
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের হতে হবে। বয়স হিসেব করা হবে ১/১/২০২৫-এর হিসেবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় থাকবে।
বেতন:
ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮,০০০ টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
ভারতীয় রেলের উপরোক্ত পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। আরও বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন: শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে কাজের সুযোগ, শূন্যপদ একাধিক
অফিসিয়াল ওয়েবসাইট:
আবেদনের প্রয়োজনীয় নথি:
- বয়সের প্রমাণ পত্র
- আইডেন্টিটি প্রুফ
- জাতিগত প্রমাণ
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
- পাসপোর্ট সাইজ ছবি
নিয়োগ প্রক্রিয়া:
ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি:
ভারতীয় রেলের গ্রুপ ডি পদে আবেদনের জন্য প্রথমে প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর এর আবেদনপত্র পূরন করে প্রয়োজনীয় নথি আপলোড করে দিতে হবে। আবেদনের ক্ষেত্রে অবশ্যই সময়সীমা মনে রাখতে হবে।
সময়সীমা:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২২.০১.২০২৫ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ইতিমধ্যেই এবং যা আগামী ২২.২.২০২৫ সাল পর্যন্ত চলবে।