Bullet Train: সবে মাত্র শুরু হয়েছে নতুন বছর, এরই মধ্যে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য আসছে চোখ ধাঁধানো উপহার। গুঞ্জন রটেছে যে বাংলার ভাগ্যে আসতে চলেছে ভারতীয় রেলের নতুন সংযোজন বুলেট ট্রেন। শোনা যাচ্ছে ২০২৫-২৬ অর্থ বর্ষের সাধারণ বাজেট পেশের দিনেই বুলেট ট্রেন চলাচলের কয়েকটি হাইস্পিড বুলেট ট্রেনের (Bullet Train) রুট ঘোষণা করবেন ভারতীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন। জানা যাচ্ছে এই খানেই নাম উঠতে পারে পশ্চিমবঙ্গের।
জানা যাচ্ছে আগামী ১লা ফেব্রুয়ারি, ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে বাজেট। সূত্রের খবর ওই অধিবেশনেই হাওড়া-বারাণসী রুটে হাইস্পিড করিডোরের ঘোষণা করা হতে পারে। যেখান থেকে চলাচল করবে বুলেট ট্রেন (Bullet Train)। এর সাথে আরও তিনটি রুটের নাম থাকার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে থাকতে পারে দিল্লি-বারাণসী, দিল্লি-অমৃতসর এবং চেন্নাই-মাইসুরু। তবে এখনই এই রুটগুলো চূড়ান্ত হয়নি। ১লা ফেব্রুয়ারীর অধিবেশনের দিনেই জানা যাবে চূড়ান্ত চারটি রুট সম্পর্কে।
উল্লেখিত এই রুটগুলোতে আদেও হাইস্পিড ট্রেন চালানো যাবে কিনা সেই বিষয়ে খরিতে দেখতে DPR প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল। আর এতে প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে যে ওই রুটে বুলেট ট্রেনের (Bullet Train) মতো উচ্চগতির ট্রেন চালানো সম্ভব। এক্ষেত্রে মাটির প্রকৃতি নিয়ে কোনো সমস্যা হবেনা। আর এর পর থেকেই শুরু হয়েছে হাওড়া-বারাণসী সহ আরো তিনটি রুটে বুলেট ট্রেন ঘোষণার প্রস্তুতি পর্ব। রেল মন্ত্রক সূত্রের খবর খুব শীঘ্রই এগুলোকে হাইস্পিড করিডোর ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে চূড়ান্ত অনুমতি পাওয়া গেলেই এই বিষয়ে ঘোষণা করা হবে।
আরও পড়ুন: যুগান্তকারী সিদ্ধান্ত পূর্ব রেলের, এবার শৌচকর্মের জন্য বরাদ্দ অতিরিক্ত সময়
তবে এক্ষেত্রে সংশয় রেখে যাচ্ছে মুম্বই-আহমেদাবাদ রুটের বুলেট ট্রেনের (Bullet Train) প্রসঙ্গ। দীর্ঘদিন আগে ঘোষণা হওয়া সত্ত্বেও এখনও এই রুটে বুলেট ট্রেনের চলাচলের দিনক্ষণ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। ফলে এই নতুন চারটি রুটে কবে থেকে চলবে বুলেট ট্রেন সেই বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সূত্রের খবর ২০২৬ সালেও দেশের কিছু জায়গায় বুলেট ট্রেন আদেও চালানো যাবে কিনা তা নিয়ে রেল মন্ত্রকের আধিকারিকদের মধ্যেই সন্দেহ দেখা দিয়েছে।
এই অবস্থায় বাংলার হাওড়া শাখার এই রুট ছাড়াও অন্য সব রুটের বুলের ট্রেনের (Bullet Train) ঘোষণা আদেও বাস্তবসম্মত কিনা তা নিয়ে জোর প্রশ্ন উঠছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে চমক দিতেই বুলেট ট্রেনের ঘোষণা হচ্ছে কিনা সেটা নিয়েও চলছে জল্পনা। তবে আপাতত সবার নজর রয়েছে ১লা ফেব্রুয়ারীর বাজেট অধিবেশনের দিকে।