Site icon লোকাল সংবাদ

উৎকর্ষ ওড়িশা বিজনেস কনক্লেভ ২০২৫-এর উদ্বোধন করলেন মোদি, হতে পারে বিপুল বিনিয়োগ

উৎকর্ষ ওড়িশা বিজনেস কনক্লেভ ২০২৫

প্রতিনিধত্বমুলক

ওড়িশার ভুবনেশ্বরে দুদিনের উৎকর্ষ ওড়িশা কনক্লেভ ২০২৫ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার  ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী এবং ভারত ও বিশ্বের বিভিন্ন নামিদামি শিল্পপতিদের নিয়ে শুরু হয় এই বাণিজ্য সম্মেলন। এই বাণিজ্য সম্মেলন শেষ হবে ২৭শে জানুয়ারি। এই একই দিনে মেকিং ওড়িশা প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উৎকর্ষ ওড়িশা বিজনেস কনক্লেভ ২০২৫-এর মঞ্চেই মোদি জানান, ভারতের অর্থনীতি আরও শক্তপোক্ত হওয়া প্রয়োজন। যার জন্য প্রয়োজন পরিষেবা ক্ষেত্র এবং কিছু উদ্ভাবনী চিন্তা। প্রদর্শনীতে শিল্প বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ওড়িশার প্রদর্শনীগুলিকে তুলে ধরা হয়েছিল। শিল্পপতি বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একত্রিত হওয়ার সুবিধা করে দিয়েছে ওড়িশা বিজনেস কনক্লেভ।

উৎকর্ষ ওড়িশা বিজনেস কনক্লেভ ২০২৫-এ মোদি জানান, শুধুমাত্র একচেটিয়া বিদেশি কাঁচামাল রপ্তানি করে ভারতের উন্নতি সাধন কখনই সম্ভব নয়। এরজন্য দেশেই ভালো মানের পণ্য উৎপাদন করতে হবে। তাই পুরো ইকোসিস্টেমকে আমাদের বদলাতে হবে এবং এর জন্য যথেষ্ঠ সচেষ্ট হয়েছেন ভারত সরকার। অনেক সময় দেখা যায় ভারতে উৎপাদিত কাঁচামাল প্রথমে বিদেশে রপ্তানি করা হয়, তারপর সেই কাঁচামাল থেকে উৎপাদিত পণ্য ভারতে আমদানিও করা হয়। এর ফলে শিল্পজাত পণ্যের দাম ভারতের বাজারে বেড়ে যায়।

আরও পড়ুন: ভারতে বন্ধ হতে চলেছে বিএসএনএল থ্রি-জি, বদলে কোন পরিষেবা চালু করতে চলেছ

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে এরকম ব্যবস্থা আর চলবে না, ওড়িশা থেকে প্রচুর পরিমাণে লৌহ আকরিক বিদেশে রপ্তানি করা হয়। এবার থেকে লৌহ আকরিকঘটিত যেকোনো ধরনের শিল্প যাতে ওড়িশার মাটিতেই সম্ভব হয় সেদিকে খেয়াল রাখবেন সরকার। এখানকার কাঁচামাল এখানেই ব্যবহার করে লৌহজাত বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে। একইসঙ্গে শিল্প সম্প্রসারণের জন্য ওড়িশাতে ইতিমধ্যে বিভিন্ন কোম্পানিগুলি টাকা বিনিয়োগ করতে চলেছে। বেদান্ত গ্রুপ ওড়িশায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে পারে। বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল সম্ভবত এটি ঘোষণা করবেন এই সম্মেলনে।

উৎকর্ষ ওড়িশা বিজনেস কনক্লেভ ২০২৫-ইভেন্টের ওয়েবসাইটের মাধ্যমে প্রায় ৭৫০০ জন শিল্প প্রতিনিধি তাঁদের নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে রয়েছেন এসএল মিত্তল, ওম মঙ্গলম বিড়লা, অনিল আগরওয়াল, হিতেশ জোশী, টিভি নরেন্দ্রন, করণ আদানি, নবীন জিন্দাল, আইক্লান জিন্দালের মতো শিল্পপতিরা। এখানে প্রচুর বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিনই প্রধানমন্ত্রী মোদি দেরাদুনে ৩৮তম জাতীয় গেমসের উদ্বোধনও করবেন। ২৮শে জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত আটটি জেলার ১১টি শহরে অনুষ্ঠিত হবে ৩৮তম জাতীয় গেমস।

Exit mobile version