প্রতি বছরের ন্যায় চলতি বছর অর্থাৎ ২০২৫-এ শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যাকে সংক্ষেপে বলা হয় আইপিএল। অনেকে আবার টি-টোয়েন্টি ম্যাচ হিসেবেও অভিহিত করে। যা বিসিসিআই দ্বারা আয়োজিত হয়। তবে এবারের আইপিএলে দেখা যাবে অন্য দৃশ্য। একই আইপিএল দলে রয়েছে একাধিক অধিনায়ক। যা অন্য কোনো দলে নেই। তাহলে কি অন্য দলগুলোর তুলনায় বিশেষ সুবিধা পাবে এই দল? নাকি তৈরি হবে জটিলতা? জানালেন সূর্য কুমার যাদব। কি উত্তর দিলেন তিনি?
২০২৫-এর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে দেখা যাবে একাধিক অধিনায়ককে। আর সেই নেতারা হলেন ভারতীয় টেস্ট ও একদিনের দলের খেলোয়ার তথা অধিনায়ক রোহিত শর্মা। জসপ্রিত বুমরাহ, টি২০ দলের নেতা সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ড্যে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলেন হার্দিক। তবে এই একাধিক অধিনায়ক একটি দলে থাকায় মতবিরোধ ও নানান বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে জনমহলে। সেই প্রশ্নেরই জবাব দিলেন অধিনায়ক সূর্য কুমার যাদব।
এদিন অর্থাৎ মঙ্গলবার এক সাক্ষাৎকারে যান অধিনায়ক সূর্য কুমার যাদব। আর সেখানে গিয়ে তিনি বলেন মুম্বাই ইন্ডিয়ান্সে একাধিক নেতা রয়েছেন। যা অন্য কোনো দলে নেই। তবে সাত জন, পাঁচ জন, দশ জন যত নেতাই থাকুক না কেন সবাই একসাথে বসলে তাঁরা একটাই আলোচনা করে। আর তা হলো দলের অগ্রগতি ঘটানো। কিভাবে কোন পদ্ধতিতে দলকে ফাইনালে নিয়ে যাওয়া যায়।
আরও পড়ুন: লিওনেল মেসিকে নিয়ে শহর কলকাতায় জল্পনা তুঙ্গে, কবে আসছেন তিনি?
তাহলে কি কোনো বিতর্কতা তৈরি হয় না? এই প্রশ্নকে পুরোপুরি উড়িয়ে দিতে তিনি বলেছেন, তাঁরা কখনোই ভাবেন না যে তাঁরা কোনো দলের বা কোনো খেলার অধিনায়ক। আইপিএলের ক্ষেত্রে তাঁরা তিন জন, চার জন যতজন অধিনায়ক থাকুক না কেন সবাই একসাথে নিজেদেরকে পরিবারের মতো ভাবে। তাঁরা সবসময় ভাবে যে তাঁরা একটা পরিবার এবং তাঁরা একটাই দল। আর সেই দলকে জেতানোই হল তাঁদের প্রধান লক্ষ্য। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে, তাঁদের কাছে মুম্বাই হল একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানেই তাঁদের বড় হওয়া। ভারতের হয়ে খেলা সমস্ত কিছু শিখেছে। পাশাপাশি তাঁরা একসাথে সংকল্প করে এক হয়ে লড়াই করার। দলের জন্য লড়াই করার।
প্রসঙ্গত ২০২৪-এর আইপিএল ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সে এই চার জনকে দেখা গিয়েছিল। তবে সেই বছরে দলের অধিনায়ক হিসেবে ঠিকঠাক নেতৃত্ব দিতে পারেনি হার্দিক। বহুবার সাহায্য নিতে দেখা গেছে রোহিত এবং বুমরাহর থেকে। যার ফলে সেই সময় এই বিষয়টির প্রধান কারণ হিসেবে অনেকেই দায়ী করেছেন দলে থাকা একাধিক অধিনায়ককে। অর্থাৎ একাধিক নেতা থাকার কারণেই এমনটা হয়েছে বলে অনেকেই দাবি তুলেছিলেন। তবে চলতি বছরে আইপিএলে কি হয় সেটাই দেখার।