Reduce Electric Bill: ইতিমধ্যেই গোটা দেশে গরমের দাপট শুরু হয়ে গেছে। প্রতিবছর উত্তরোত্তর বেড়েই চলেছে তাপমাত্রা। এই গরমের হাত থেকে তাই অনেকেই বাঁচার জন্য একমাত্র উপায় হিসাবে এসিকে বেছে নিয়েছেন। তবে সারাক্ষণ এসি চালালে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে ইলেকট্রিক বিল। এমন বহু মানুষ আছেন যারা বিদ্যুতের খরচ বাঁচানোর জন্য ৩ স্টারের বদলে ৫ স্টার এসি কিনে থাকেন। তবে ভয় নাই, আপনার বাড়িতে যদি ৩ স্টার এসি থাকে তাহলে নিম্নলিখিত এই উপায়গুলো অবলম্বন করলেই বাঁচাতে পারবেন ইলেকট্রিক বিল। মাসের শেষে বিরাট অংকের টাকার ইলেকট্রিক বিল বাঁচাতে পারবেন যদি মেনে চলেন এই উপায়।
বিদ্যুতের খরচ বাঁচাতে (Reduce Electric Bill) মেনে চলুন বিশেষ কিছু ট্রিকস
প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে সারাক্ষণই কি চালাচ্ছেন এসি? আবার বিদ্যুতের বিল নিয়েও আপনি সমানভাবে চিন্তিত? কীভাবে সারাদিন এসি চালানোর পর কমবে বিদ্যুৎ বিল (Reduce Electric Bill)? আজকের এই প্রতিবেদনে জেনে নিন সেটা ৮ ট্রিকস, বিদ্যুৎ বিল থেকে নিমেষেই পাবেন রেহাই। যদি এই আটটি টিপস ফলো করেন তাহলে অতিরিক্ত বিদ্যুতের খরচ থেকে মুক্তি পাবেন।
নিম্নে আলোচনা করা হলো সেরা আটটি টিপস
১. ঠিক কত বছর আগে এই ধরনের বিভৎস গরম পড়ত আদৌ কেউ মনে করতে পারছেন না। কারণ বেশ কয়েক বছর আগেও গরমের দাপট এতটাও বেশি ছিল না। কিন্তু বর্তমান সময়ে যতদিন যাচ্ছে তাপমাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। এসি চললেও সাথে চালু রাখতে হচ্ছে সিলিং ফ্যান। এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করতে হবে এরফলে কুলিং-এর গতি বাড়বে নিমেষেই৷ যদি এসির সঙ্গে সিলিং ফ্যান চালান তাহলে এসির ঠান্ডা বাতাস দ্রুততার সঙ্গে ঘরে ছড়িয়ে পড়বে৷ ফলে এসি বা তার কম্প্রেসারের উপরে চাপ কম পড়ে৷ এরফলে এসির কম্প্রেসারের উপরে কম চাপ পড়লে বিদ্যুতের কম পোড়ে (Reduce Electric Bill)।
২. ঘরে এসি চালালে আরো একটি বিষয় সর্বদা মাথায় রাখবেন, এসি অন বা অফ করবেন না ঘনঘন। এমন বহু মানুষ আছেন যারা একটু কম এসি চালিয়ে ফের এসি বন্ধ করে দেয়। তারা ভাবে এর ফলে হয়তো বিদ্যুতের বিল কম আসে। যদি আপনি একটানা এসি চালান তাহলে নির্দিষ্ট সময়ের পরে কম্প্রেসারটি বন্ধ হয়ে যায়। বারবার এসি বন্ধ করলে চালু করার সময়ে বারেবারে ধাক্কা লাগে কম্প্রেসারে। তাই যদি আপনি বারবার এসি অফ অন করেন তাহলে বিদ্যুতের বিল বেড়ে যাবে অনেকটাই।
৩. এসি চালিয়েও যদি বিদ্যুতের বিল কম (Reduce Electric Bill) আনতে চান তাহলে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে। দাম একটু বেশি হলেও সর্বদা ৫ স্টার এসি ব্যবহার করুন। যদি টাকা বাঁচানোর জন্য আপনি ৩ স্টার এসি কেনেন তাহলে আখেরে কোন লাভই হবে না। বিশেষজ্ঞদের মত ৫ স্টার এসির দাম যেমন বেশি সেটি একবার কিনে নিলে প্রতি মাসে বড় অঙ্কের টাকা বিল দেওয়ার সমস্যা আর থাকেনা।
আরও পড়ুন: হজমোলার কর নির্ধারণ নিয়ে বিতর্ক, ক্যান্ডি নাকি আয়ুর্বেদিক পণ্য কোন শ্রেণীভুক্ত?
৪. এসি চালালে একটি নির্দিষ্ট তাপমাত্রায় চালাবেন তাহলে বিদ্যুতের বিল কম (Reduce Electric Bill) আসবে। ১৮-য় না রেখে যদি আপনি এসির তাপমাত্রা ২৫ রাখেন তাহলে দেখবেন প্রায় ৩০ শতাংশ কমে যায় এসির খরচ। আপনি যত এসির তাপমাত্রা কমই রাখবেন কম্প্রেসারে চাপ তত বেশি পড়বে। এর ফলে স্বাভাবিকভাবেই বিদ্যুতের বিল বেশি আসবে।
৫. এসি লাগানোর আগে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, এসির আউটডোর ইউনিট প্রখর রোদে কোনও ভাবেই রাখবেন না৷ যদি এসির আউটডোর গ্রীষ্মের প্রখর রোদে থাকে তাহলে কম্প্রেসারকে স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে চলতে হয়। এর ফলেও বিদ্যুতের বিল বেশি আসার সম্ভাবনা রয়েছে। এসি চালিয়ে যদি বিদ্যুতের বিল কম (Reduce Electric Bill) আনতে চান তাহলে এই ছোটখাটো বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
৬. বাড়িতে এসি থাকলে অবশ্যই তার নিয়ম করে সার্ভিস করুন। গরম পড়ার সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশনারে জমে থাকা ধুলো বালি মুক্ত করতে হবে৷ এর ফলে কুলিং পদ্ধতি আগের থেকে আরও অনেক বেশি ভালো হবে।
৭. দরজা-জানলা সম্পূর্ণ বন্ধ রেখে তারপর এসি চালান। প্রয়োজনে দরজা জানলা মোটা সিল করে দিন এসি চলার সময়ে।
৮. যখনই আপনি ঘরে এসি চালাবেন সেই সময় অন্য সমস্ত ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখবেন। যেমন টিভি, ফ্রিজ, কুলার ইত্যাদি বন্ধ রাখুন। এই জিনিসটি মাথায় রাখলেও বিদ্যুতের খরচের হাত থেকে বাঁচতে পারবেন (Reduce Electric Bill)।