Amarnath Yatra 2025: শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, শীঘ্রই শুরু হবে পুণ্যার্থীদের নাম নথিভুক্তির কাজ

Amarnath Yatra 2025: সাধারণ মানুষের ভক্তির কাছে প্রতিবছর হার মেনে যায় প্রতিকূল আবহাওয়া। অমরনাথ যাত্রার পথ মোটেই সোজা নয়, এই কঠিন পথ অতিক্রম করে প্রতিবছর বহু পুণ্যার্থী এখানে এসে ভিড় জমায়। প্রতিবছরের মতোন এবছরও শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। এককথায় বলা চলে প্রতিকূল পরিবেশ হয়ে ওঠে একপ্রকার সঙ্গী। প্রতি বছর পুণ্যার্থীরা অমরনাথ ধাম এর উদ্দেশ্যে যাত্রা করেন পুণ্য লাভের আশায়। এবছরের অমরনাথ যাত্রা কবে থেকে চালু হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনে।

কবে থেকে শুরু অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025)?

শুধুমাত্র প্রতিকূল পরিবেশ নয় তার সঙ্গে জঙ্গি হানার আশঙ্কাও থাকে, তাও প্রতিবছর অমরনাথ ধামে যাত্রা করেন পুণ্যার্থীরা। চলতি বছর কবে থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রার নাম নথিভুক্তকরণ? ১৪ই এপ্রিল, সোমবার শুরু হয়ে গেল নাম নথিভুক্ত করার কাজ। শ্রীঅমরনাথ তীর্থ বোর্ড সূত্রে জানা গিয়েছে, অমরনাথ যাত্রা শুরু হতে পারে আগামী ৩রা জুলাই এবং এই যাত্রা চলবে ৯ই আগস্ট পর্যন্ত। বহু প্রতিকূলতাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ ভক্ত অমরনাথ যাত্রা করে প্রতিবছর। হিন্দু ধর্মের মানুষের কাছে অমরনাথ যাত্রার (Amarnath Yatra 2025) গুরুত্ব অপরিসীম।

এই বছর কতদিন ধরে চলবে অমরনাথ যাত্রা?

দীর্ঘ পথ অতিক্রম করে তবে পৌঁছানো যায় অমরনাথের গুহায়। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের ভিড় দেখা যায়। চলতি বছর ৩৭ দিন ধরে অমরনাথ দর্শনে (Amarnath Yatra 2025) যেতে পারবে পুণ্যার্থীরা। শুধুমাত্র দেশের মানুষরা নয় বিদেশ থেকেও বহু ভক্ত ভিড় জমায় এই যাত্রাতে।

অমরনাথ যাত্রায় (Amarnath Yatra 2025) নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক

আপনারও যদি মনের বাসনা থাকে চলতি বছর অমরনাথ যাত্রা করবেন তাহলে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে। অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক। নিশ্চয়ই ভাবছেন কিভাবে করবেন নাম নথিভুক্তকরণ? অনলাইন অথবা অফলাইনে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তকরণ করা সম্ভব। শ্রীঅমরনাথ তীর্থ বোর্ড এই বিষয়ে পুণ্যার্থীদের অনুমতি দিয়ে থাকে। তবে যাত্রার পূর্বে অবশ্যই বয়স এবং স্বাস্থ্য পরীক্ষা করেই যাত্রার অনুমতি দেওয়া হয়। যাত্রা শুরুর পূর্বে প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তার কথা আগে মাথায় রাখতে হবে এবং সেভাবেই নাম নথিভুক্ত করা হয়। প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার যাত্রীকে অমরনাথ ধামে যাত্রার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: ওয়াকফ সম্পর্কিত প্রস্তাবিত সংশোধনী বিলে কি আছে? কেন এত বিতর্ক?

কিভাবে অনলাইনে অমরনাথ যাত্রায় নাম নথিভুক্ত করা যায়?

আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025) করতে গেলে নাম নথিভুক্ত করতে গেলে কিভাবে অনলাইনে তা সম্ভব। সার্চ ইঞ্জিন থেকে প্রথমে প্রবেশ করতে হবে SASB পোর্টালে। হোম পেজের ‘অনলাইন সার্ভিস’ ট্যাবে ক্লিক করুন। ‘যাত্রা পার্মিট রেজিস্ট্রেশন’ সিলেক্ট করতে হবে। যাত্রার ‘গাইডলাইন’ পড়ে নিয়ে ‘আই এগ্রি’ -তে ক্লিক করুন। একেবারে শেষে আপনাকে ক্লিক করতে হবে ‘রেজিস্টার’-এ। সঙ্গে আপলোড করতে হবে নাম ঠিকানা-সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য।

পাশাপাশি জমা দিতে হবে যাত্রার তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফোটগ্রাফ, স্বাস্থ্য পরীক্ষার শংসাপত্র। এরপর মোবাইল নম্বর যাচাই করার জন্য ওটিপি আসবে পুণ্যার্থীর কাছে। যদি যাত্রার অনুমোদন পাওয়া যায় তাহলে ঘণ্টা দুয়েকের মধ্যে পেমেন্টের লিঙ্ক আসবে। অমরনাথ যাত্রার জন্য ২২০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এরপরেই যাত্রা রেজিস্ট্রেশন পারমিট ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *