বছরের শুরুতেই তাক লাগালো সুজুকি, লঞ্চ করলো বিশেষ এক ইকো ফ্রেন্ডলি বাইক

বছরের শুরুতেই চমক দিলো সুজুকি। পরিবেশকে বাঁচাতে এবার এগিয়ে আসলো সুজুকি। সামনে এলো সংস্থার প্রথম ফ্লেক্স ফুয়েল ইকো ফ্রেন্ডলি বাইক। এই বিশেষ বাইকটির নাম দেওয়া হয়েছে Suzuki Gixxer SF 250 Flex Fuel। যার শোরুম মূল্য রাখা হয়েছে ২ লক্ষ ১৭ হাজার টাকা। যার দাম সংস্থার স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় ২৫,০০০ টাকা বেশি। জানা যাচ্ছে এই বিশেষ বাইকটি ফ্লেক্স ফুয়েল অর্থাৎ ৮৫ শতাংশ ইথানল ব্যবহার করতে পারবে। যা এই বিশেষ বাইকটিকে পরিবেশ বান্ধব করে তুলবে।

Suzuki Gixxer SF 250 বাইকটির ২৫০ ফ্লেক্স ফুয়েল ভ্যারিয়েন্টের একটি শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। এতে রয়েছে ফুয়েল ইনজেক্টর, ফুয়েল ফিল্টার এবং আপগ্রেডেড ফুয়েল পাম্প ব্যবহারের সুযোগ আছে। বিশেষ এইসব সেটিংস বাইকটিকে ইথানল চালিত বাইকে পরিণত করেছে। এর সাথেই সুজুকি সংস্থার তরফে জানানো হয়েছে যে অদূর ভবিষ্যতে সংস্থার অন্যান্য বাইকেও এই পরিবর্তন আসতে পারে।

Suzuki Gixxer SF 250 Flex Fuel বাইকটিতে ২৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার ফলে বাইকটি ৯,৩০০ আরপিএম গতিতে ২৭ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে এবং ৭৩০০ আরপিএমে গতিতে ২৩ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে সিক্স স্পিড গিয়ারবক্স রাখা হয়েছে। তবে গিয়ারবক্সে কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা নিশ্চিত খবর পাওয়া যায়নি সংস্থার তরফে।

আরও পড়ুন: নতুন বছরে নতুন চমক, আত্মপ্রকাশ করলো টিভিএস আইকিউব এসটি ইলেকট্রিক স্কুটার

সুজুকির পক্ষ থেকে প্রকাশ পাওয়া এই ফ্লেক্স ফুয়েল বাইকটি মূলত দুটি নজরকাড়া রঙে ভারতীয় বাজারে পাওয়া যাচ্ছে। যেগুলি হলো ম্যাট ব্ল্যাক এবং ম্যাট রেড। এই দুটি রঙের নজরকাড়া ফিনিশিং বাইক লাভারদের নজর কাড়বে বলে আশাবাদী সকলেই। সংস্থার তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এর বুকিং প্রক্রিয়া শুরু হবে।

ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তি বর্তমানে ভারতীয় যানবাহনের বাজারে এক নতুন সংযোজন হয়েছে। যা শুধুমাত্র জ্বালানি খরচ কমাবে না সঙ্গে পরিবেশের দূষণের মাত্রাও কমাবে। ফলেই সুজুকি সংস্থার এই নতুন সংযোজন পরিবেশের দূষণের মাত্রা নিয়ন্ত্রণে অন্যান্য গাড়ি প্রস্তুত সংস্থাগুলিকে উৎসাহিত করবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *