বর্তমানে চাকরির পরিস্থিতি খুবই শোচনীয়। যোগ্য চাকরিপ্রার্থীরা অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে, তবুও পাচ্ছে না তাদের মনমত চাকরি। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে একটি উপযুক্ত চাকরির অবশ্যই দরকার। আজকের এই প্রতিবেদনটি যদি পড়েন তাহলে অবশ্যই জানতে পারবেন একটি গুরুত্বপূর্ণ চাকরির বিষয়ে। দেরি না করে কাজে লাগিয়ে ফেলুন এই সুযোগ। শীঘ্রই নিয়োগ করা হবে কল্যাণীর এনআইবিএমজিতে। গবেষণামূলক কাজের ইচ্ছা থাকলে দেরি করবেন না আর।
চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান হবে খুব তাড়াতাড়ি কারণ তাদের জন্য রয়েছে দুর্দান্ত সংবাদ। এতদিন ধরে তারা বহু চাকরির খোঁজ করেছে কিন্তু আজকের এই প্রতিবেদনে যে চাকরির সম্পর্কে আলোচনা করা হবে তা বদলে দেবে চাকরিপ্রার্থীদের ভাগ্য। প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবে এই চাকরির জন্য । প্রত্যেক মাসেই মোটা অংকের টাকা পাওয়া যাবে এই চাকরির ক্ষেত্রে। যারা আগ্রহী এই চাকরিতে আবেদন করতে তারা অবশ্যই একনজরে দেখে নিন এই প্রতিবেদনটি।
নিয়োগ করবে কোন সংস্থা?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণী-এ গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষণার কাজে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় মন্ত্রক। যারা আগ্রহী প্রার্থী তারা অনলাইনে আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন জানানোর প্রক্রিয়া।
আরও পড়ুন: ভারত ইলেকট্রনিক্সে স্নাতক যোগ্যতায় চাকরির সুযোগ, মাসিক মিলবে ৮২০০০/-
কোন প্রকল্পের জন্য নিয়োগ করা হচ্ছে?
প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম- ‘মাল্টি-ওমিক্স সিগনেচারস অফ হিউম্যান প্ল্যাসেন্টা: রিয়েল টাইম অ্যাসেসমেন্ট অফ প্ল্যাসেন্টাল ফাংশনস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড বার্থ আউটকামস’। প্রকল্পটি কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ এনআইবিএমজিতে বায়োটেকনোলজি বিভাগের অর্থপুষ্ট।
শূন্যপদের সংখ্যা
প্রকল্পে নিয়োগ হবে রিসার্চ অ্যাসোসিয়েট-৩ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে প্রথমে ছ’মাসের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর তাঁর কাজের ভিত্তিতে এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
বয়সসীমা
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
বেতন
নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৫৪,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।