India Splitting Up: পৃথিবীর ভূগর্ভে রয়েছে একাধিক প্লেটের মতো অংশ। মূলত এইসব প্লেটের উপরেই মিষ্টির সাজানো রয়েছে একাধিক দেশ। সম্প্রতি এই প্লেট নিয়েই এলো বড় খবর। বিজ্ঞানীরা জানাচ্ছেন ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে ২ টুকরো হচ্ছে। যার ফলে আমাদের দেশ ভারত ভেঙে হয়ে যেতে পারে টুকরো। ফলে প্রশ্ন ওঠে যদি সত্যিই এমন হয় তাহলে কি হবে? ভুতত্ববিদরা জানাচ্ছেন লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উওর প্রদেশের কিছুটা অংশ ভারতের ম্যাপ থেকে মুছে যেতে পারে। যার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
চীনের ওসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ২০২৩ সালে ভারতীয় টেকটনিক প্লেটের উত্তরের অংশ নিয়ে গবেষণা করছিলেন। সেই সময়েই তাঁরা ভারতীয় টেকটনিক প্লেটের অদ্ভুদ আচরণ লক্ষ্য করেন। তখন তাঁরা দেখেন ভারতীয় প্লেট ক্রমশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। যদি তাই হয় তবে ভারত ভেঙে টুকরো (India Splitting Up) হয়ে যেতে পারে অদূর ভবিষ্যতে।
বহু কোটি বছর আগে ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছিল হিমালয়। তবে জানা যাচ্ছে ওই সংঘর্ষ এখনও হয়ে যাচ্ছে। তাই এখনও ক্রমশ বাড়ছে হিমালয় পর্বতের দৈর্ঘ্য। এর মধ্যেই ভাঙন ধরেছে ভারতের টেকটনিক প্লেটের। ভূতত্ববিদরা জানাচ্ছেন তিব্বতের নিচে ভারতীয় টেকটনিক প্লেটে একটি ফাটল (India Splitting Up) দেখা দিয়েছে। বলা ভালো প্লেট ফেটে একটি টুকরো ঢুকে গিয়েছে ইউরেশীয় প্লেটের নিচে। যেখানে অন্য টুকরোটি ঢুকে গিয়েছে আর্থ ম্যান্টেলের মধ্যে।
আরও পড়ুন: ভারতীয় রেলের নতুন চমক, এবার চারধাম ঘোরা হলো আরও সহজ
মোটামুটি ১৬০ লক্ষ বছর আগে গোলমালের শুরু হয়। ভারতীয় টেকটনিক প্লেটের সাথে একটি সংঘর্ষ হয় ইউরেশীয় প্লেটের। যার ফলে ভারতীয় টেকটনিক প্লেটের একটি অংশ সরাসরি ঢুকে যায় ইউরেশীয় প্লেটের নিচে। এর ফলে উপরে উঠে যায় ইউরেশীয় প্লেট। এভাবেই ভারতীয় প্লেটের একটি অংশ রয়ে গেছে ইউরেশীয় প্লেটের নিচে। বিজ্ঞানীরা মনে করছেন ওই প্লেটের একটা অংশ সম্ভবত ভাঁজ পড়ে অথবা কুঁচকে গিয়েছে।
চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন তিব্বতের নিচে ভূমিকম্পনের হদিস পাওয়া গেছে। তাঁরা মনে করছেন সম্ভবত ভারতীয় (India Splitting Up) প্লেটের নিচের কোনো অংশে ফাটল ধরে গেছে। ইতিমধ্যে এর ডিল্যামিনেশন শুরু হয়েছে অর্থাৎ প্লেটের টুকরো ভাগ হতে শুরু করেছে। যার মধ্যে ভারতীয় প্লেটের সবচেয়ে সস্তা অংশ ভূগর্ভস্থ ম্যান্টেল বা লাভার মধ্যে ক্রমে ঢুকে যাচ্ছে। আর অন্য একটি অংশ লেগে রয়েছে ইউরেশিয়ান প্লেটের নিচে। আর সেই জন্যই ফাটল শুরু হয়েছে তিব্বতের নিচে। ওখান থেকেই ভারতীয় প্লেট দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে ক্রমে। বিজ্ঞানীরা মনে করছেন ভাবাই যায়না ভূগর্ভে কোনো টেকটনিক প্লেটে এভাবে ফাটল আসতে পারে।