পিএইচডি করার কথা ভাবছেন? এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে পিএইচডি-র জন্য দারুন সুযোগ

কলকাতা বিশ্ববিদ্যালয় হল পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার প্রথম তথা অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এটিকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য গবেষণা বিশ্ববিদ্যালয় বলে মনে করা হয়। ১৮৫৭ সালের ২৪ শে জানুয়ারি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলকাতা শহরে এই বিশ্ববিদ্যালয়ের মোট ১৪ টি শিক্ষাপ্রাঙ্গণ রয়েছে। আপনি যদি উচ্চশিক্ষায় আগ্রহী হয়ে থাকেন তবে এটি আপনার জন্য দারুন সুযোগ হতে চলেছে। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয় দিচ্ছে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে দেওয়া যাবে আবেদন পত্র। বিশদে জানতে পড়তে থাকুন।

আয়োজক সংস্থা:

রাজ্য সরকার অধীনস্থ কলকাতা বিশ্ববিদ্যালয়

পদের নাম:

পিএইচডি

শূন্য পদের সংখ্যা:

২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে ২৩ টি।

বিষয়:

এক্ষেত্রে আপনার বিষয় যদি রসায়ন হয়ে থাকে তবে আপনি আবেদন করতে পারবেন।

যোগ্যতা:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-র জন্য কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ পার্সেন্ট নম্বর সহ উক্ত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা আবশ্যক।

আবেদন প্রক্রিয়া:

আবেদনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে। তারপর সেখান থেকে তারা পিএইচডি সংক্রান্ত পুরো বিজ্ঞপ্তি দেখতে পারবেন। তাতে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনকারীদের পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: কবে থেকে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট? দিনক্ষণ ঘোষণা করল শিক্ষা সংসদ

ভর্তি প্রক্রিয়া:

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ও ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ মিলবে। তবে যারা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিটি টেস্ট/ গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ আছেন তাদের আর লিখিত পরীক্ষা দিতে হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতার নিরিখে সরাসরি নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ:

ইন্টারভিউয়ের দিন জানার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ: 

এক্ষেত্রে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ১০ই ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হচ্ছে।

এছাড়াও আরো প্রয়োজনীয় তথ্য পেতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *