Laxmi Blessings: “এসো মা লক্ষী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে।“ এই গানটির মতন আমরা সবাই চাই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সবসময় আমাদের বাড়িতে থাকুক। কিন্তু তার জন্য মানতে হবে কিছু ছোট ছোট বিষয়ে। কার্তিক মাসে বিশেষ কিছু প্রতিকার এর মাধ্যমে লক্ষ্মী প্রাপ্তির (Laxmi Blessings) সাথে সাথে দুঃখ কষ্টের থেকেও মুক্তি পাওয়া যায়। এবছর কার্তিক মাস চলবে ১৮ ই অক্টোবর থেকে ১৬ ই নভেম্বর পর্যন্ত। কথিত আছে যে, এই মাসে নরকাসুর বধ করে কার্তিকেয়। তাকে সম্মানিত করার জন্যই এই মাসের নাম করণ করা হয় কার্তিক। এই মাসে ধনতেরাস পালিত হয় যা মূলত ধন্বন্তরীর পূজা।
কার্তিক মাসে লক্ষ্মী প্রাপ্তির (Laxmi Blessings)-এর কিছু চমৎকার উপায়:
- ধনতেরাস এর দিন ধনন্তরীর পূজা করলে স্বাস্থ্য ভালো থাকে ও দীর্ঘায়ু লাভ করা যায়। কারণ ধনন্তরী ছিলেন হিন্দু ধর্মের দেবতা গণ এর চিকিৎসক। আবার তাকে ভগবান শ্রীবিষ্ণুর ও অবতার বলে মনে করা হয়।
- এই মাসে তুলসী গাছ রোপণ করাকে খুব ই শুভ বলে মনে করা হয়, কারণ কার্তিক মাস শ্রী বিষ্ণুর খুব পছন্দের মাস।
- নিজের শক্তি বৃদ্ধির জন্য যতটা সম্ভব কম কথা বলবেন, অন্যকে নিয়ে সমালোচনা বা নিন্দা এড়িয়ে চলুন।
- এই মাসে আমিষ খাদ্য এড়িয়ে চলাই ভালো। বাদাম খাওয়াকে শুভ বলে মনে করা হয়।
- ধনতেরাস এর দিন সোনা রূপা ছাড়াও যে কোনো প্রয়োজনীয় জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টির জন্য সারা মাস ই লক্ষী নারায়ণ এর পূজা করুন। এতে অর্থালভ এর পাশাপাশি মানসিক শান্তি ও প্রদান হবে।
আরো পড়ুন: আসছে ধনতেরাস! জানেন কি ধনতেরাসে কি কি কেনা শুভ লক্ষণ?
কার্তিক মাসে অনেক কিছু আছে যা না করাই ভালো, যেমন – এই সময় শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখা উচিৎ। বিকেল বেলা করে শোবেন না। পারলে রোজ গঙ্গা স্নান এর অনেক মাহাত্ম্য এই মাসে। এই মাসে তেল মাখতে বারণ করা হয়। ডাল জাতীয় খাবারও না খাওয়াই ভালো।
খাওয়ার পাশাপাশি ঘুম ও সঠিক নিয়মে পালন করতে হবে।
লক্ষ্মী প্রাপ্তির (Laxmi Blessings) জন্য তুলসী গাছে রোজ প্রদীপ দান ও পুজো করতে হবে অবশ্যই। এই মাসে পুজো পার্বণে মন দিলে ইচ্ছাপূরণ অনেক তাড়াতাড়ি ঘটে। ধনতেরাস এর দিন কালো জিনিস বা ধারালো জিনিস কেনা উচিৎ নয়। এছাড়াও এই দিন কাওকে টাকা ধার দেওয়া বা ধার নেওয়া এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।