Site icon লোকাল সংবাদ

Laxmi Blessings: পরিবারে লক্ষ্মী প্রাপ্তি হবে এই ৫ সহজ উপায়: কার্তিক মাসে ঠিক কি করলে অর্থ সংকট দূর হবে?

Laxmi Blessings

Representative

Laxmi Blessings: “এসো মা লক্ষী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে।“ এই গানটির মতন আমরা সবাই চাই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সবসময় আমাদের বাড়িতে থাকুক। কিন্তু তার জন্য মানতে হবে কিছু ছোট ছোট বিষয়ে। কার্তিক মাসে বিশেষ কিছু প্রতিকার এর মাধ্যমে লক্ষ্মী প্রাপ্তির (Laxmi Blessings) সাথে সাথে দুঃখ কষ্টের থেকেও মুক্তি পাওয়া যায়। এবছর কার্তিক মাস চলবে ১৮ ই অক্টোবর থেকে ১৬ ই নভেম্বর পর্যন্ত। কথিত আছে যে, এই মাসে নরকাসুর বধ করে কার্তিকেয়। তাকে সম্মানিত করার জন্যই এই মাসের নাম করণ করা হয় কার্তিক। এই মাসে ধনতেরাস পালিত হয় যা মূলত ধন্বন্তরীর পূজা।

কার্তিক মাসে লক্ষ্মী প্রাপ্তির (Laxmi Blessings)-এর কিছু চমৎকার উপায়:

আরো পড়ুন: আসছে ধনতেরাস! জানেন কি ধনতেরাসে কি কি কেনা শুভ লক্ষণ?

কার্তিক মাসে অনেক কিছু আছে যা না করাই ভালো, যেমন – এই সময় শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখা উচিৎ। বিকেল বেলা করে শোবেন না। পারলে রোজ গঙ্গা স্নান এর অনেক মাহাত্ম্য এই মাসে। এই মাসে তেল মাখতে বারণ করা হয়। ডাল জাতীয় খাবারও না খাওয়াই ভালো।
খাওয়ার পাশাপাশি ঘুম ও সঠিক নিয়মে পালন করতে হবে।

লক্ষ্মী প্রাপ্তির (Laxmi Blessings) জন্য তুলসী গাছে রোজ প্রদীপ দান ও পুজো করতে হবে অবশ্যই। এই মাসে পুজো পার্বণে মন দিলে ইচ্ছাপূরণ অনেক তাড়াতাড়ি ঘটে। ধনতেরাস এর দিন কালো জিনিস বা ধারালো জিনিস কেনা উচিৎ নয়। এছাড়াও এই দিন কাওকে টাকা ধার দেওয়া বা ধার নেওয়া এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Exit mobile version