Site icon লোকাল সংবাদ

নতুন বছরে নতুন চমক, আত্মপ্রকাশ করলো টিভিএস আইকিউব এসটি ইলেকট্রিক স্কুটার

টিভিএস আইকিউব এসটি

প্রতিনিধত্বমুলক

অবশেষে সামনে এলো টিভিএস আইকিউব এসটি কনসেপ্ট স্কুটার। ভারতের মোবিলিটি এক্সপো ২০২৫ সালে টিভিএস সংস্থাটি নিজেদের নতুন এই ইলেকট্রিক স্কুটারটি উন্মোচন করেছেন। যা বর্তমানে আধুনিক আইকিউব মডেলের উপর নির্ভর করে তৈরি হয়েছে। তবে নতুন করে প্রকাশ পাওয়া এই বিশেষ বৈদ্যুতিক স্কুটারটির নকশায় কিছু চমকপ্রদ পরিবর্তন আনা হয়েছে।

টিভিএস সংস্থার তরফে জন্য হয়েছে যে এই কনসেপ্ট স্কুটারটির ডিজাইন করা হয়েছে জনপ্রিয় নর্দার্ন লাইটস বা আরোরা বোরেলিসের থেকে অনুপ্রাণিত হয়ে। যার জন্য এই স্কুটারটিতে হালকা রঙের ব্যবহার করা হয়েছে। যা আগের মডেলগুলির তুলনায় এই নতুন মডেলটিকে আরও বেশি প্রিমিয়াম এবং আকর্ষণীয় লুক দিচ্ছে। এছাড়া এই মডেলের সাথে একটি কাস্টমাইজড ডিসপ্লে রয়েছে। যদিও প্রদর্শনীর সময় এই ফিচারের উল্লেখ করা হয়নি।

বর্তমানে টিভিএস আইকিউব এসটি স্কুটারটি বিভিন্ন ধরনের ব্যাটারি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে ভারতীয় বাজারে। এবং বিগত বেশ কয়েক বছর ধরে এর জনপ্রিয়তা রয়েছে। ফলে নতুন এই মডেলটিও যে ভারতের বাজারে নজর কাড়বে এমনটাই আশাবাদী সকলেই। তবে এই সংস্থাটি বর্তমানে শুধুমাত্র প্রযুক্তিগত আপগ্রেড নয় বরং অ্যাস্থেটিক উন্নতিতেও নজর দিতে চলেছে। এর আগেও কয়েকটি মডেলের ডিজাইন বদলে বাজারে সাড়া ফেলতে পেরেছিল সংস্থাটি। আর তাই এবারও একই পন্থা অবলম্বন করলো সংস্থাটি।

আরও পড়ুন: আসছে ফাটাফাটি ফিচার্স নিয়ে ইভা সোলার কার, জ্বালানি ছাড়া সূর্যের আলোতেই চলবে গাড়ি

এই নতুন কনসেপ্ট স্কুটারটি সম্ভবত প্রোডাকশন রেডি ফলে খুব শীঘ্রই একে বাজারে পাওয়া যেতে পারে বলে ধারণা। সূত্রের খবর আগামী কয়েক মাসের মধ্যেই টিভিএস সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এই স্কুটারটির আনুষ্ঠানিক লঞ্চ করা হবে। যেহেতু বর্তমানে ডিজাইন এবং প্রিমিয়াম ফিচারের উপর বেশি জোর দেওয়া হচ্ছে তাই টিভিএস আইকিউব এসটি স্কুটারটির বাজারমূল্য অন্য মডেলের তুলনায় বেশ কিছুটা বেশি হতে পারে বলে খবর। তবে ভারতীয় গ্রাহকরা এর হালকা রঙের গঠন কিভাবে বজায় রাখে সেটাও দেখার।

টিভিএস সংস্থার এই টিভিএস আইকিউব এসটি কনসেপ্ট স্কুটারটির মাধ্যমে সংস্থাটি নতুন ডিজাইন এবং ফিচার সমৃদ্ধ ইলেকট্রিক স্কুটার বাজারে আনার কথা ভাবছে। তবে এই মডেলটি কবে বাজারে আসে এবং কতটা জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয় এখন সেটাই দেখার।

Exit mobile version