যুক্তরাজ্যের নামজাদা আইটি সংস্থা রেডোকিউ এবার কলকাতায়, সুখবর চাকরি প্রার্থীদের

দেশ ও রাজ্যের সরকারি এবং বেসরকারি সংস্থায় চাকরি থাকলেও তা দেশের চাহিদার তুলনায় অনেকাংশেই কম। ফলে দেশের শিক্ষিত বেকার সমাজের মধ্যে কর্ম হীনতার প্রবণতা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গেও এর অন্যথা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে শিল্পের আগমন এবং বিকাশের কথা থাকলেও তার বেশিরভাগ বাস্তবায়িত হয়নি। তবে এর মধ্যেই সুখবর এলো পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য। বিদেশী সংস্থার অফিস খুলে গেলো কলকাতায়।

ব্রিটেন ভিত্তিক বিখ্যাত আইটি সংস্থা রেডোকিউ এবার কলকাতার বুকে তাদের নতুন অফিস খুলে ফেললো। যার ফলে চাকরির জগতে বড় নিয়োগের খবর আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আগামী দুই বছরের এই বিদেশী সংস্থা ভারতীয় বাজারে প্রায় ১৫০০ মিলিয়ন বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে। সম্প্রতি বিজনেস ইকোনমির একটি প্রতিবেদন থেকে এমনটাই সামনে এসেছে। জানা যাচ্ছে এই সংস্থার টার্ন ওভার হতে চলেছে ৫০০ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বাউল সুপ্রিয় এবং ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্দ্রিউ ফ্লেমিং রেডোকিউ এর কলকাতার নতুন অফিসের উদ্বোধন করেন। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে চলতি বছরে অন্তত ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি। পরের বছর আবার ১০০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি।

আরও পড়ুন: ট্রেনের টিকিট কাটবেন? আইআরসিটিসি এর সুবিধা গুলো কি আপনি জানেন

ব্রিটেনে ২০১০ সাল থেকে রেডোকিউ তাদের যাত্রা শুরু করেন। এরপর একাধিক সেক্টরে শাখা প্রশাখা বিস্তার করে সংস্থাটি। ফিনটেক, খাদ্য ও পানীয়, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং ফার্মাসিউটিক্যালের দিকে নজর দেয় সংস্থাটি। ২০২৪ সালে এই বিদেশী সংস্থার টার্নওভার ছিল ৫০০ কোটি টাকার বেশি। বিশ্বের সাতটি দেশে বর্তমানে এর শাখা রয়েছে। আরও দেশে এর শাখা বিস্তারের চেষ্টায় রয়েছে সংস্থাটি। এই একই উদ্দেশ্যে এবার ভারতে এসেছে সংস্থাটি। আর সম্প্রতি এর নতুন অফিস খুললো কলকাতার বুকে।

এদিন এই নতুন অফিসের শুভ সূচনায় বাউল সুপ্রিয় এবং অ্যান্দ্রিউ ফ্লেমিংকে পারস্পরিক মত বিনিময় করতে দেখা যায়। দুই দেশ মিলে সংস্থাটি ৬০০,০০০ চাকরি তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে এই নতুন অফিস খোলার ঘটনা ভারতের তথ্য প্রযুক্তি জগতের জন্য বড় সুযোগ আনতে চলেছে বলেই অনুমান করা যায়। যা আগামী দিনে কর্মসংস্থান বাড়াতে সক্ষম হবে বলে ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *