Parikhi Sea Beach: বছরের শুরুতে শীতের আমেজ মেখে অল্প দিনের ছুটি নিয়ে সকলেই বেরিয়ে পড়ছে তাদের গন্তব্যে। কেউবা পাহাড় কেউবা নদী এবার কেউবা ছুটছেন সমুদ্রের দিকে। তবে আজকাল আগাম পরিকল্পনা ছাড়া ট্রেনের টিকিট পাওয়াও একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ভিড় পছন্দ না করার দরুন কোথায় যাবেন ঠিক করা মুশকিল হয়ে পড়ে। তবে নিরিবিলি ভ্রমণ করতে চাইলে ঘুরে আসতে পারেন ওড়িশার এই পরিখী।
যাওয়ার পথে বালেশ্বর বা বালাসোর হয়ে সেখান থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে রয়েছে এই বিশেষ ভ্রমণ (Parikhi Sea Beach) স্থান। এখনও সেখানকার ঝাউবন বিদ্যমান। দিঘা, পুরী বা মন্দারমনির মতো বাণিজ্যিক হয়ে ওঠেনি এই স্থানটি। শীতের সকালের মিঠে রোদ্দুর গায়ে মেখে বেলাভূমিতে ঘুরে বেড়াতে কে না চায়। সমুদ্রের পাড়ে হাঁটলে ঝিনুকের রাশির মেলা বসে। পরিখী সৈকতের অল্প দূরেই বর্তমানে থাকার জন্য মাত্র কয়েকটি পরিবেশ বান্ধব ক্যাম্প তৈরি হয়েছে। থাকছে সুবিধাপূর্ণ কটেজ এবং সুস্বাদু সামুদ্রিক মাছ সহযোগে খাদ্যগ্রহণের সুযোগ।
যাওয়ার সঠিক সময়:
ওড়িশার সব সমুদ্র তটে শীতের মরশুম বেশ আরামদায়ক হয়। সেই জন্যই শীতের শুরু থেকে বসন্তের শেষ পর্যন্ত পরিখী সমুদ্র সৈকতে (Parikhi Sea Beach) বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত। তবে গ্রীষ্ম বা বর্ষাতেও এই স্থানে আসা যেতে পারে। তবে দিনের বেলা সূর্যের অতিরিক্ত তাপ সহ্য করাটা একটা চ্যালেঞ্জ থাকে। তবে সেখানকার ঝাউবন আর সমুদ্রের ঝোড়ো হাওয়া গরম কিছুটা কমিয়ে দিতে পারবে অনায়াসেই।
আরও পড়ুন: ২০২৫ সালে বদলে যাবে ভারতের ভবিষ্যত, বাবা ভাঙার ভবিষ্যদ্বাণীতে শোরগোল ভারত জুড়ে
পথ নির্দেশিকা:
ওড়িশার বালেশ্বরগামী যেকোনো ট্রেনেই পৌঁছে যাওয়া যেতে পারে এই পরিখী সমুদ্রতটে Parikhi Sea Beach)। হাওড়া বা সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন ছাড় বালেশ্বরের উদ্দেশ্যে। বসেও যাওয়া সম্ভব। সেখান থেকেই ছোট গাড়ি করে পৌঁছে যাওয়া যেতে পারে পরিখী সমুদ্রতটে।
থাকার জায়গা:
ভ্রমণে গেলে কোথাও না কোথাও থাকার জায়গার তো প্রয়োজন হবেই। নিরিবিলি জনমানুষের কোলাহলহীন ভ্রমণে পরিখীতেও Parikhi Sea Beach) পরিবেশবান্ধব কিছু ক্যাম্প রয়েছে। এখানে তাঁবুতে থাকলে প্রতিদিন ১৩০০ টাকা মাথাপিছু এবং কটেজে থাকলে ১৭০০ টাকা প্রতি দিন খরচ পড়বে। এছাড়া সময় এবং ক্যাম্প অনুযায়ী খরচ একটু কম বা বেশি হতে পারে। এক্ষেত্রে খাওয়া-দাওয়ার খরচ একসাথে ধরে নেওয়া হয়। এছাড়াও বুড়িবালাম নদীতে নৌকাবিহার করতে চাইলে মাথাপিছু ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হতে পারে।