Site icon লোকাল সংবাদ

Visva Bharati Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক বিশ্বভারতীতে, আবেদনের শেষ তারিখ ২৩শে জানুয়ারি

Visva Bharati Recruitment

Representative

Visva Bharati Recruitment: আপনি যদি বিশ্বভারতীর শিক্ষক হওয়ার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য এটি দারুন সুযোগ হতে পারে। সম্প্রতি, বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শূন্যপদ রয়েছে ১১ টি। আবেদনের শেষ তারিখ ২৩শে জানুয়ারি।

প্রতিষ্ঠানের (Visva Bharati Recruitment) পাঠভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে  বিজ্ঞপ্তিটি  প্রকাশিত হয়েছে।

ইংরেজি, গণিত, ভূগোল, মডেলিং, রসায়ন, অর্থনীতি উড ওয়ার্ক প্রভৃতি বিষয়ে প্রশিক্ষিত স্নাতক স্তর ও স্নাতকোত্তর স্তরের জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২০০০ টাকা।

আরও পড়ুন: চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, দার্জিলিং জেলায় ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষিত স্নাতক স্তরের শিক্ষকের পদে আবেদনের জন্য, প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান (Visva Bharati Recruitment) থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সেন্টার টিচার এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। স্নাতকোত্তর বিভাগের জন্য, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকার পাশাপাশি বি এড উত্তীর্ণ হওয়া আবশ্যক।

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য প্রথমে বিশ্বভারতীর (Visva Bharati Recruitment) অফিশিয়াল ওয়েবসাইটে  গিয়ে ক্যারিয়ার অপশন চুজ করতে হবে। এরপর সংশ্লিষ্ট পদ অনুযায়ী আবেদন পত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৩শে জানুয়ারি বেলা বারোটা পর্যন্ত আবেদন করা যাবে। বাছাই প্রক্রিয়ার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

Exit mobile version