WB Madhyamik Routine 2025: জীবনের সবথেকে বড় পরীক্ষার মধ্যে প্রথমটি হচ্ছে মাধ্যমিক। ছাত্র-ছাত্রীরা দশম শ্রেণীতে ওঠার পর প্রথম বোর্ডের পরীক্ষা দিয়ে থাকে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড WBBSE ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার রুটিনসহ সময়সূচী (WB Madhyamik Routine 2025) প্রকাশ করেছে। আসন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ সময়সূচী পেয়ে যাবেন, যা ডাউনলোড করতে হবে: wbbse.wb.gov.in থেকে।
অফিসিয়াল সময়সূচী অনুসারে, WBBSE ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ১০ই ফেব্রুয়ারি শুরু হবে এবং ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। এছাড়াও, বোর্ড জানিয়েছে যে, পরীক্ষাটি সকাল ১০.৪৫ থেকে দুপুর ২ টো পর্যন্ত হবে। যদিও প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। কোন তারিখে কোন পরীক্ষাগুলি হবে সমস্ত কিছু জেনে নিন এই প্রতিবেদন থেকে।
পরীক্ষার তারিখের বিষয়:
- ১০ই ফেব্রুয়ারি ২০২৫: প্রথম ভাষা – বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলেগু, তামিল, উর্দু, সাঁওতালি
- ১১ই ফেব্রুয়ারি ২০২৫: দ্বিতীয় ভাষা – ইংরেজি (যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হিসেবে দেওয়া হয়), বাংলা বা নেপালি (যদি ইংরেজি প্রথম ভাষা হয়)
- ১৫ই ফেব্রুয়ারি ২০২৫: গণিত
- ১৭ই ফেব্রুয়ারি ২০২৫: ইতিহাস
- ১৮ই ফেব্রুয়ারি ২০২৫: ভূগোল
- ১৯শে ফেব্রুয়ারি ২০২৫: জীবন বিজ্ঞান
- ২০শে ফেব্রুয়ারি ২০২৫: ভৌত বিজ্ঞান
- ২২শে ফেব্রুয়ারি ২০২৫: ঐচ্ছিক বিষয়
আরো পড়ুন: পর্যটক শূন্য হাজার দুয়ারী, চিন্তায় হোটেল ব্যবসায়ীরা
২০২৫ মাধ্যমিক রুটিন (WB Madhyamik Routine 2025) ডাউনলোড করার পদ্ধতি:
- মাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করার পদক্ষেপগুলি এখানে রয়েছে:
- WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে – wbbse.wb.gov.in।
- হোমপেজে, “Madhyamik Pariksha exam link 2025” খুঁজে বের করে ক্লিক করতে হবে
- পরীক্ষার তারিখ দেখতে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রুটিন পিডিএফের লিঙ্কটি দেখতে হবে
- ২০২৫-এর মাধ্যমিক রুটিন ডাউনলোড করতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিয়ে রাখতে হবে
মাধ্যমিক পরীক্ষার নির্দেশাবলী:
যেহেতু বোর্ডের পরীক্ষাটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই বেশ কিছু নির্দেশাবলী রয়েছে। অবশ্যই পরীক্ষা সেন্টারে ১৫ মিনিট আগে গিয়ে পৌঁছাতে হবে। ছাত্রছাত্রীদের বোর্ড, পেন নিয়ে যেতে হবে। তবে কোন প্রকার বাড়ি থেকে পেপার নিয়ে যাওয়া যাবেনা। মাধ্যমিক পরীক্ষা চলাকালী ন পরীক্ষার সেন্টারে বাইরে বেরোনো যাবে না। এ সময় কড়া নিরাপত্তাও থাকে পরীক্ষা সেন্টারে আশেপাশে।