Site icon লোকাল সংবাদ

WB Madhyamik Routine 2025: ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা কবে, তারিখ থেকে সময় সবকিছুই প্রকাশিত

WB Madhyamik Routine 2025

Representative

WB Madhyamik Routine 2025: জীবনের সবথেকে বড় পরীক্ষার মধ্যে প্রথমটি হচ্ছে মাধ্যমিক। ছাত্র-ছাত্রীরা দশম শ্রেণীতে ওঠার পর প্রথম বোর্ডের পরীক্ষা দিয়ে থাকে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড WBBSE ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার রুটিনসহ সময়সূচী (WB Madhyamik Routine 2025) প্রকাশ করেছে। আসন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ সময়সূচী পেয়ে যাবেন, যা ডাউনলোড করতে হবে: wbbse.wb.gov.in থেকে।

অফিসিয়াল সময়সূচী অনুসারে, WBBSE ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ১০ই ফেব্রুয়ারি শুরু হবে এবং ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। এছাড়াও, বোর্ড জানিয়েছে যে, পরীক্ষাটি সকাল ১০.৪৫ থেকে দুপুর ২ টো পর্যন্ত হবে। যদিও প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। কোন তারিখে কোন পরীক্ষাগুলি হবে সমস্ত কিছু জেনে নিন এই প্রতিবেদন থেকে।

পরীক্ষার তারিখের বিষয়:

আরো পড়ুন: পর্যটক শূন্য হাজার দুয়ারী, চিন্তায় হোটেল ব্যবসায়ীরা

২০২৫ মাধ্যমিক রুটিন (WB Madhyamik Routine 2025) ডাউনলোড করার পদ্ধতি:

মাধ্যমিক পরীক্ষার নির্দেশাবলী:

যেহেতু বোর্ডের পরীক্ষাটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই বেশ কিছু নির্দেশাবলী রয়েছে। অবশ্যই পরীক্ষা সেন্টারে ১৫ মিনিট আগে গিয়ে পৌঁছাতে হবে। ছাত্রছাত্রীদের বোর্ড, পেন নিয়ে যেতে হবে। তবে কোন প্রকার বাড়ি থেকে পেপার নিয়ে যাওয়া যাবেনা। মাধ্যমিক পরীক্ষা চলাকালী ন পরীক্ষার সেন্টারে বাইরে বেরোনো যাবে না। এ সময় কড়া নিরাপত্তাও থাকে পরীক্ষা সেন্টারে আশেপাশে।

Exit mobile version