বাজেটে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, কোন কোন ক্ষেত্রে নিয়োগ?

রাজ্যবাসীদের জন্য রয়েছে দারুণ সুখবর। সারা রাজ্য জুড়ে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে চাকরি প্রার্থীরা আশার আলো দেখতে পারবেন। অনেকদিন ধরেই রাজ্যে বেকার ছেলেমেয়েদের সংখ্যা বাড়ছে, সেটা নিয়েই দীর্ঘ আলোচনা বা সমালোচনা চলছে।

এ মাসের ১ তারিখেই প্রকাশিত হয়েছে ইউনিয়ন বাজেট। শীঘ্রই রাজ্য বাজেটেও প্রকাশিত করা হবে। আগামী ১২ ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেট নজর কাড়তে চলেছে অনেকের। এরই মধ্যে এই বাজেটে বিপুল নিয়োগের সম্ভাবনা রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক থেকে নার্স-বাজেটে প্রায় পঞ্চাশ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ বাজেট পেশ হলে বিভিন্ন দপ্তরে বিপুল পরিমাণ নিয়োগের সম্ভাবনা রয়েছে।

আসুন জেনে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার? সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও বিভিন্ন সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সেনও নিয়োগের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্য বিভাগেও কর্মী নিয়োগের কথা বলেছেন রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক নার্সিং সিস্টার, ফার্মাসিস্ট এবং মেডিকেল অফিসার পদে নিয়োগ করবে রাজ্য। ইতিমধ্যে রাজ্যে আইটি হাব তৈরি করা হয়েছে। ফলে বেশ কিছু কর্মসংস্থান তৈরি হয়েছে সেখানে।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, ১২ লক্ষ ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা খারিজ 

শিক্ষাক্ষেত্রে ও চিকিৎসা বিভাগের পাশাপাশি এই দপ্তরেও বিপুল কর্মী নিয়োগ হতে চলেছে। সর্বাধিক নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে। আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী সহকর্মী এবং সুপারভাইজার পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। এর ফলে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। আগে থেকেই এই পদের সাথে যুক্ত এমন কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এই বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পেও কর্মী নিয়োগ করা হবে। কর্মী নিয়োগ করা হবে গ্রামোন্নয়ন, পর্যটন, সংস্কৃতিসহ জল সরবরাহ, আইন দফতরে। এক্ষেত্রেও সংশ্লিষ্ট পদের সাথে যুক্ত কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবারের বাজেটে বড়সড় চমক অপেক্ষা করে রয়েছে রাজ্যবাসীর জন্য। তাছাড়া দীর্ঘদিন রাজ্যের নিরাপত্তা বাহিনীতেও নিয়োগ হয়নি। নতুন করে সিভিক ভলিন্টিয়ার, ভিলেজ পুলিশ থেকে শুরু করে হোমগার্ড পদের জন্যও নিয়োগ করা হবে। ফলে রাজ্যের একটা বড় সংখ্যক যুবকদের চাকরি মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *