বিশ্বজুড়ে সব থেকে বেশি প্রভাবশালী দেশ কোনটি? ভারতের স্থান কোথায়?

প্রতিবছরই দেশজুড়ে অথবা বিশ্বজুড়ে চলে নানা ধরনের সমীক্ষা। যে সমীক্ষার দ্বারা বোঝা যায় কোন দিক থেকে কোন দেশ কতটা উন্নত হয়েছে বা কতটা অবনমিত হয়েছে। তেমনি সম্প্রতি ২০২৫এ প্রকাশ্যে এলো গ্লোবাল সফট পাওয়ার সূচক। ব্র্যান্ড ফাইনান্স দ্বারা প্রকাশিত এই তালিকায় বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে দুর্দান্ত রেঙ্ক করেছে চিন। যার স্থান রয়েছে তালিকার ২ নম্বরে। সেই সমীক্ষায় ভারত কত নম্বর স্থান দখল করল? পূর্বের থেকে উন্নত নাকি অবনতি ঘটেছেম শীর্ষ স্থানেই বা কার নাম জুড়লো?

প্রসঙ্গত, পূর্বেও এই গ্লোবাল সফট পাওয়ার সামিটের ইনডেক্স তৈরি করা হয়েছে। সেইমতো ২০২৫ সালেও ষষ্ঠ গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স (GSP Index) তৈরি করা হয়েছে। খবর অনুযায়ী প্রায় ১০০টিরও বেশি দেশ নিয়ে এই সমীক্ষা চলেছে। ১লাখ ৭০হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়ে তৈরি করা হয়েছে ইনডেক্স। আর সেখানেই তালিকার শীর্ষস্থান দখল করেছে আমেরিকা। ১০০টি দেশের মধ্যে ৭৯.৫ পয়েন্ট রেঙ্ক করে ১ নম্বরে উঠেছে আমেরিকা। তবে বিশ্বব্যাপী খ্যাতির দিক থেকে সেই উন্নতি লক্ষ্য করা যায়নি। গভর্নেন্স ম্যাট্রিক্সে চার ধাপ নেমে দশম স্থানে নেমে এসেছে। বৈশ্ভিক প্রতিপত্তির দিক থেকেও নিম্নগতি দেখা দিয়েছে আমেরিকার। রয়েছে ১৫ নম্বর স্থানে।

প্রভাবশালী দেশ হিসেবে আমেরিকা শীর্ষস্থান দখল করলেও অন্য দিকগুলিতে তেমন কোনো উন্নতি দেখা যায়নি। তবে বিপরীতে দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্য করা যাচ্ছে চিনের। প্রভাবশালী দেশের (GSP Index) তালিকায় ব্রিটেনকে ছাপিয়ে দ্বিতীয় স্থান কেড়ে নিয়েছে চিন। রেঙ্কিংয়ে ১০০এর মধ্যে ৭২.৮ পয়েন্ট পেয়ে ২ নম্বর স্থানে পৌঁছেছে চিন। বর্তমানে চিনের এই র‍্যাঙ্কিং সর্বোচ্চ র‍্যাঙ্কিং। তবে চিনের এই উন্নতির নেপথ্যে কারণ কি?

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দেশ, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

চিনের এই র‍্যাঙ্কিং বৃদ্ধি বিষয়ে ব্র্যান্ড ফাইনান্সের চেয়ারম্যান জানিয়েছেন, পরিসংখ্যানগত দিক থেকে চিনের ৮টি নরম স্তম্ভের মধ্যে ৬টিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। পাশাপাশি মূল্যায়ন করা বৈশিষ্ট্যের ৩ শতাংশের মধ্যে ২ শতাংশ দেখিয়েছে চিন। শুধু তাই না, দেশীয় স্থিতিশীলতা, দেশীয় ব্র্যান্ডের শক্তি এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বৈশিষ্ট্যগুলির জন্য চিনের এই র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে। এছাড়াও প্রভাবশালী দিক থেকে এই উন্নত মানের র‍্যাঙ্কিং চিনকে প্রতিফলিত করে নিরাপদ ও সু-শাসিত জাতি হিসেবে খ্যাতি বৃদ্ধি করতে, অর্থনৈতিক আকর্ষণ বৃদ্ধি করতে এবং সংস্কৃতি প্রদর্শনে।

ভারত কত নম্বর স্থান দখল করল? গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স (GSP Index) অনুযায়ী ভারতের স্থান রয়েছে ২৯ নম্বরে। যা ২০২৩ সালে ২৮ নম্বরে ছিল। অর্থাৎ এই তালিকা থেকে বোঝা যায় সারা বিশ্বের দেশগুলোর মধ্যে প্রভাবশালী দিক থেকে ভারতের মান কমে গিয়েছে। ভারতীয় অঞ্চলে প্রভাব বৃদ্ধি পেলেও খ্যাতির দিক থেকে নিম্নমুখী হয়েছে ভারত। তবে খ্যাতি বৃদ্ধি করতে গেলে ভারতকে বেশ কিছু বিষয়ে উন্নতি করতে হবে। যার প্রধান বিষয় হল ব্যবসায়িক সহজতা, পর্যটন কেন্দ্রকে আকর্ষণীয় করে তোলা এবং কূটনীতিক প্রচার করা। এর ফলে ভারতের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *