LIC Pension Scheme: বর্তমান জীবনে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত এই মূল্যবৃদ্ধির সময়ে ভবিষ্যতের আর্থিক চিন্তা হওয়া খুবই স্বাভাবিক! এক্ষেত্রে LIC-র সরল পেনশন স্কিমটি (LIC Pension Scheme) বিনিয়োগকারীদের একটি সুরক্ষিত ভবিষ্যত উপহার দেয়।
এই স্কিমের কয়েকটি সুবিধাদায়ক বৈশিষ্ট্য হলো:
- এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একবার বিনিয়োগ। একবার বিনিয়োগের পর প্রতি মাসে পেনশনের সুবিধা বিনিয়োগকারীকে একটি নিশ্চিত ভবিষ্যত দিতে পারে।
- এই প্রকল্পে জমা অর্থের উপর প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ পেনশন দেওয়া হয়। যা একটি নির্দিষ্ট বয়সের পর থেকে নিয়মিত গ্রাহকের ব্যাংকে সরাসরি পাঠানো হয়।
- এই স্কিমের (LIC Pension Scheme) আরও একটি বড় সুবিধা হলো এর বিনিয়োগের সীমা নেই। তাই এক্ষেত্রে গ্রাহকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ এবং পেনশন পেতে পারেন।
- এই পেনশনের সুবিধা নিতে পারবেন ৪০ থেকে ৮০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক। এছাড়া একক বা স্বামী-স্ত্রীর দ্বৈত একাউন্টেও এই স্কিমে আবেদন করা সম্ভব।
- এই পেনশন স্কিমের (LIC Pension Scheme) অধীনে পেনশন শুরু হলে তা আমৃত্যু চলতে থাকে। যা বৃদ্ধবীয়সেও আর্থিক চিন্তার হাত থেকে মুক্তি দেবে বিনিয়োগকারীদের।
- পলিসি হোল্ডার টাকা বিনিয়োগের ৬ মাস পর থেকে ওই অর্থ থেকে ঋণ নেওয়ার মতো সুবিধা ভোগ করতে পারবেন।
আরো পড়ুন: সন্তানের ভবিষ্যত গোছাতে ৪ বছরে ৪ গুণ লাভ পেতে পারেন! সুযোগ দিচ্ছে SBI! কিভাবে জানুন!
এর নূন্যতম বিনিয়োগ ১২,০০০ টাকা প্রতি বছর হিসেবে শুরু হয়। তবে সর্বাধিক বিনিয়োগের কোনো নিয়ম স্থির করেনি LIC। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তাঁর ৪০ বছর বয়সে ৩০ লক্ষ টাকার পলিসি করে তবে প্রতি মাসে ওই ব্যক্তি ১২,৩৮৮ টাকা পেনশন পেতে পারেন। এই পেনশন স্কিম (LIC Pension Scheme) চাইলে অনলাইনেও কেনা যাবে। এর জন্য LIC-এর ওয়েবসাইট www.licindia.in-এ আবেদন করতে হবে! সেখানেই এই পরিকল্পনা সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া থাকবে। এছাড়া সরাসরি কোনো এজেন্ট বা LIC অফিস থেকে পলিসি কেনা সম্ভব।