Site icon লোকাল সংবাদ

LIC Pension Scheme: চলে এলো LIC পেনশন স্কিম! বিনিয়োগ করলে বৃদ্ধ বয়সে টাকার চিন্তা শেষ

LIC Pension Scheme

Representative

LIC Pension Scheme: বর্তমান জীবনে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত এই মূল্যবৃদ্ধির সময়ে ভবিষ্যতের আর্থিক চিন্তা হওয়া খুবই স্বাভাবিক! এক্ষেত্রে LIC-র সরল পেনশন স্কিমটি (LIC Pension Scheme) বিনিয়োগকারীদের একটি সুরক্ষিত ভবিষ্যত উপহার দেয়।

এই স্কিমের কয়েকটি সুবিধাদায়ক বৈশিষ্ট্য হলো:

আরো পড়ুন: সন্তানের ভবিষ্যত গোছাতে ৪ বছরে ৪ গুণ লাভ পেতে পারেন! সুযোগ দিচ্ছে SBI! কিভাবে জানুন!

এর নূন্যতম বিনিয়োগ ১২,০০০ টাকা প্রতি বছর হিসেবে শুরু হয়। তবে সর্বাধিক বিনিয়োগের কোনো নিয়ম স্থির করেনি LIC। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তাঁর ৪০ বছর বয়সে ৩০ লক্ষ টাকার পলিসি করে তবে প্রতি মাসে ওই ব্যক্তি ১২,৩৮৮ টাকা পেনশন পেতে পারেন। এই পেনশন স্কিম (LIC Pension Scheme) চাইলে অনলাইনেও কেনা যাবে। এর জন্য LIC-এর ওয়েবসাইট www.licindia.in-এ আবেদন করতে হবে! সেখানেই এই পরিকল্পনা সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া থাকবে। এছাড়া সরাসরি কোনো এজেন্ট বা LIC অফিস থেকে পলিসি কেনা সম্ভব।

Exit mobile version