Site icon লোকাল সংবাদ

BSNL: ৯৩ লক্ষ নতুন ইউজার বিএসএনএলে ডোবার মুখে জিও এয়ারটেল

BSNL

Representative

BSNL: সম্প্রতি ভারতের সব বেসরকারি টেলিকম সংস্থাগুলো নিজেদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়েছে। দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স গ্রুপ চালিত টেলিকম সংস্থা হলো রিলায়েন্স জিও। তবে রিচার্জের দাম বাড়ানোর পর থেকেই ধাক্কার মুখে পড়েছে বেসরকারি সংস্থাগুলি। সম্প্রতি TRAI দ্বারা প্রকাশিত একটি তথ্যে দেখা যাচ্ছে যে চলতি বছরের সেপ্টেম্বরে ৭.৯ মিলিয়ন অর্থাৎ ৭৯ লক্ষ ইউজার হারিয়েছে এই সংস্থাটি।

TRAI (Telecom Regulatory Authority of India) সম্প্রতি ভারতীয় শিল্পের সম্পর্কে একটি রিপোর্ট শেয়ার করে সেপ্টেম্বর মাসের গ্রাহকের গ্রাফ দেখিয়েছে। ওই রিপোর্টেই দেখা গেছে কোন কোন কোম্পানি ক্ষতির মুখে রয়েছে এবং কারা লাভের মুখ দেখেছে। TRAI সুত্রে খবর গত মাসে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া থেকে লক্ষ লক্ষ্য গ্রাহক নিজেদের কানেকশন বন্ধ করে সরকারি টেলিকম সংস্থা BSNL-এ পোর্ট করিয়েছে।

TRAI এর রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে শুধুমাত্র জিওতেই ৭৯.৭ লক্ষ ইউজার কমে গেছে। এর অর্থ ওইসব ইউজার জিও সিম বন্ধ করে দিয়েছে। এই একইরকম সমস্যার সম্মুখীন হয়েছে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের। সূত্রের খবর ভোডাফোন সংস্থাটিও গত মাসে প্রায় ১৫লক্ষ ইউজার হারিয়েছে।

আরো পড়ুন: বিশেষ অফার! মাত্র ৬০১ টাকায় পুরো বছর ৫জি পরিষেবা দিতে চলেছে জিও

একদিকে যেমন ভারতের বেসরকারি টেলিকম সংস্থাগুলির গ্রাহক সংখ্যা বেশ কিছুটা কমে এসেছে তেমনই সেপ্টেম্বর মাসেই ভারতের একমাত্র সরকারি টেলিকম সংস্থা BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেড পেয়েছে ৮.৫ লক্ষ নতুন গ্রাহক BSNL- পোর্ট করেছে। খুব স্বাভাবিক ভাবেই গ্রাহকদের BSNL-এর উপর ভরসা করতে দেখা যাচ্ছে ফলে খুব দ্রুত বড় হচ্ছে সংস্থাটি।

গ্রাহকদের BSNL পছন্দ করার পিছনেও কিছু কারণ রয়েছে চলুন জেনে নিই:

Exit mobile version