Parent Teacher Meeting: শিশুর উন্নতি মান জানতে চান, শিক্ষক অভিভাবক সাক্ষাৎকারে করুন এই পাঁচ প্রশ্ন

Parent Teacher Meeting

Parent Teacher Meeting: অভিভাবকদের কাছে বাচ্চার মানসিক উন্নতি কতটা হচ্ছে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। দিনের বেশিরভাগ সময়েই বাচ্চারা বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে সময় কাটায়। বাচ্চারা বিদ্যালয়ে বা বাড়িতে সারাদিন কি করছে কি শিখছে এই সবই বাচ্চার মানসিক ও দৈহিক বিকাশের লক্ষণ হিসেবে গণ্য হয়। আর এর উপরে নির্ভর করেই বাচ্চার বিকাশে কি কি পদক্ষেপ নেওয়া হয়। সেই জন্যই প্যারেন্ট-টিচার মিটিংয়ের আয়োজন করে বিদ্যালয়গুলি। যার মাধ্যমে বাড়িতে এবং বিদ্যালয়ে শিশুর আচার-আচরণ সম্পর্কে খোঁজ নিতে পারেন উভয় পক্ষ। বাচ্চা বিদ্যালয়ে কতটা বিকাশ লাভ করছে তা জানতে করতে হবে এই পাঁচটি প্রশ্ন! জানুন বিশদে:

১. বাচ্চার শিক্ষাগত ফলাফল

প্রশ্ন: অভিভাবকদের প্রথম প্রশ্ন (Parent Teacher Meeting) হতে পারে বাচ্চা বিদ্যালয়ে কেমন পড়াশুনা করছে বা তার কোনো বিষয়ে দুর্বলতা রয়েছে কিনা! এই প্রশ্নের মাধ্যমে অভিভাবকরা বাচ্চার শিক্ষাগত অবস্থান সম্পর্কে অবগত হতে পারবেন। এতে করে বাচ্চার দুর্বলতার বিষয়েও গুরুত্ব দেওয়া সম্ভব।

২. বাচ্চার মনোযোগ এবং আগ্রহ

প্রশ্ন: অভিভাবকদের মিটিংয়ে (Parent Teacher Meeting) দ্বিতীয় প্রশ্ন হতে পারে বাচ্চা বিদ্যালয়ে ক্লাসে মনোযোগ দিচ্ছে কিনা বা অন্য সবার সাথে যোগাযোগ করছে কিনা! এতে বাচ্চার মনোযোগ, আগ্রহ এবং মানসিক অবস্থা সম্পর্কে জানতে পারেন অভিভাবকরা।

৩. বাচ্চার আচরণ

প্রশ্ন: বাচ্চার আচরণ সম্পর্কে জানার জন্য অভিভাবকদের প্রশ্ন হতে পারে সে বিদ্যালয়ে সঠিক আচরণ করছে কিনা বা তার মনোযোগ ভঙ্গের সমস্যা রয়েছে কিনা। এর মাধ্যমে অভিভাবকরা বাচ্চার মনোযোগ এবং মানসিক স্থিতিশীলতা সহ আচরণ সম্পর্কে জানতে পারবেন। যা বাচ্চাটির উজ্জ্বল ভবিষ্যত তৈরিতে নজর দিতে সাহায্য করবে।

আরো পড়ুন: শীতের মরশুমে পিকনিক করার ১০টি সেরা ঠিকানা

৪. বাচ্চার সময় জ্ঞান

প্রশ্ন: প্যারেন্ট-টিচার মিটিংয়ে (Parent Teacher Meeting) অভিভাবকদের চতুর্থ প্রশ্ন হতে পারে বাচ্চা বিদ্যালয়ে সঠিক ভাবে সময়ের ব্যবহার করতে পারছে কিনা! এই প্রশ্ন থেকেই অভিভাবকরা বাচ্চাদের সময় জ্ঞান এবং ধৈর্য্য সম্পর্কে জানতে পারবেন।

৫. বাচ্চার সাহায্যের প্রয়োজনীয়তা

প্রশ্ন: এক্ষেত্রে পঞ্চম প্রশ্ন হতে পারে বাচ্চা বিদ্যালয়ে কোনো নির্দিষ্ট কাজে অতিরিক্ত সাহায্যের আবেদন করছে কিনা! এই প্রশ্নের মাধ্যমে বাচ্চার কোনো নির্দিষ্ট কাজে বা বিষয়ে দুর্বলতা বা অক্ষমতা রয়েছে কিনা জানতে পারবেন অভিভাবকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version