Site icon লোকাল সংবাদ

New Pension Scheme: পেনশনের ক্ষেত্রে আনা হল বিরাট বদল, কি বলছে বর্তমান নিয়ম

New Pension Scheme

Representative

New Pension Scheme: হঠাৎ যেন বিনা মেঘেই বজ্রপাত শুরু হলো পেনশনভোগীদের জন্য। এবার অলিখিত নির্দেশের মাধ্যমে বর্ধিত হারে পেনশন দেওয়া বন্ধ রাখার আদেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO সংস্থাটির তরফে এই বার্তা দেওয়া হয়েছে দেশের প্রতিটি আঞ্চলিক অফিসেও। তবে এই বিষয়ে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।

খবর অনুযায়ী ইতিমধ্যেই বর্ধিত হারে পেনশন (New Pension Scheme) দেওয়ার গোলযোগের অভিযোগ ওঠে। অন্যদিকে ভাতা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমানে টাকা রাজ্যের কোষাগারে আছে কিনা সেই বিষয়েও রয়েছে সংশয়। এর আগে পেনশন দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টকে অবমাননা করার মতো কঠিন অভিযোগ ওঠে ভারতীয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তাই এবার আর কোনো বিপদে না পড়ার জন্য পুরো বিষয়ে খতিয়ে না দেখে কোনো সিদ্ধান্ত নেবেনা কেন্দ্র সরকার।

মৌখিক নির্দেশ মেনে স্বচ্ছতা দেওয়ার কথা ভাবা হলেও পেনশনের টাকা (New Pension Scheme) যোগাড় করতে হিমশিম খেতে হতো কেন্দ্রকে। সামনেই মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। অন্যদিকে সেই প্রচারের কাজেও বিপুল অর্থ ব্যয় হতে চলেছে এমনটাই অনুমান করা যায় ভাজপা সরকারের থেকে। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে ওই ওষুধ নিয়ে আরও খরচ বাড়তে চলেছে তবে এই নিয়ে কোনো মাথা ঘামাতে দেখা যাচ্ছেনা ভারতীয় কেন্দ্র সরকারকে।

আরো পড়ুন: মধ্যবিত্তের সুবিধার্থে হোম লোনে বিরাট ছাড়, ঘোষণা মোদি সরকারের

প্রসঙ্গত বলে রাখি সুপ্রিম কোর্টের নির্দেশের দুবছর পর এখনও কোনো প্রবীণ নাগরিককে বর্ধিত হারে পেনশন দিতে পারেনি নরেন্দ্র মোদীর ভারতীয় কেন্দ্র সরকার। কারণ বর্তমান অর্থনীতির যা অবস্থা তাতে ফর্মুলা মেনে পেনশন (New Pension Scheme) দিতে হলে দেশের কোষাগার নিমেষে ফাঁকা হয়ে যেতো। তাই এখন সূত্রের বর্ধিত হিসেবে পেনশন প্রদান করা স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে মহারাষ্ট্রের ভোটের আগে দলের ইমেজ ঠিক রাখতে কোনো ভুল পদক্ষেপ নেবে না বিজেপি। তাই এর ফল ভুগতে হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী কর্মচারীদের। সুপ্রিম কোর্টের নিয়ম মেনে পেনশন ব্যবস্থা চালু থাকলে তার টাকার অঙ্ক ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু এক্ষেত্রে কোনো নির্দিষ্ট তথ্য বা বিজ্ঞপ্তি দেওয়ার পথে হাঁটছে না কেন্দ্র। এই সমস্যার শেষ কোথায় হবে তার বিষয়ে সত্যিই কেউ কিচ্ছুটি জানেনা।

Exit mobile version