Site icon লোকাল সংবাদ

Lakshmi Puja: পুরোহিত ছাড়া নিজেই ঘরে করুন লক্ষ্মীপূজা, জানুন সব খুঁটিনাটি এই প্রতিবেদনে

Lakshmi Puja

Representative

Lakshmi Puja: লক্ষ্মী পূজা হল লক্ষ লক্ষ হিন্দুদের দ্বারা পালিত একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। বিশেষ করে ভারতে প্রায় প্রতি হিন্দু বাড়িতেই দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। দেবী লক্ষ্মী সম্পদ, সমৃদ্ধি এবং প্রাচুর্যের মূর্ত প্রতীক। দীপাবলির সময়, শারদপূর্ণিমা এবং মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পূজা করা হয়। আবার অনেক পরিবার কোনো শুভ দিনেও বাড়িতে এই পূজা করে। আপনি কি আপনার বাড়িতে নিজেই লক্ষ্মী পূজা করতে চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।

পূজার উপকরণ:

শুরুতে, লক্ষ্মী পুজোর (Lakshmi Puja) জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করুন।

পূজা পদ্ধতি:

সবশেষে কিছুক্ষণ দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসতে হবে তার কারণ সে সময় ভগবান প্রসাদ গ্রহণ করে বলে বিশ্বাস করা হয়। অবশেষে মা লক্ষ্মীর (Lakshmi Puja) সামনে অর্পণ করা প্রসাদ সকলের মধ্যে ভাগ করে দিতে হবে।

আরো পড়ুন: মার্গী হতে চলেছে শনি, এই ৫ রাশির ওপর পড়বে প্রভাব

গুরুত্বপূর্ণ কিছু স্তোত্র:-

লক্ষ্মীর স্তোত্র:

লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যশঃ।

স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।।

বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী।

ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ।।

শ্রী শ্রী লক্ষ্মীর স্তোত্রম্ (Lakshmi Stotro)

ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে।

যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।।

ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া।

পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।।

দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত।

প্রণাম মন্ত্র:

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোস্তুতে।

Exit mobile version