Site icon লোকাল সংবাদ

Earthquake In Pakistan: এবার ভূমিকম্প পাকিস্তানে, করাচি এবং আশপাশের এলাকাতে কম্পনের মাত্রা ৪.৭

Earthquake In Pakistan

প্রতিনিধত্বমুলক

Earthquake In Pakistan: পৃথিবীর বিভিন্ন জায়গায় সম্প্রতি ভূমিকম্পে তছনছ হয়ে যাচ্ছে জনজীবন। মায়ানমারের পর এবার বাদ গেল না পাকিস্তানও। সোমবার বিকেলবেলা ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। এই কম্পন অনুভূত হয়েছে করাচি এবং সংলগ্ন অঞ্চল জুড়ে। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৭। অনুমান করা হচ্ছে এই কম্পন এর উৎসস্থল হয়তো করাচির কাছাকাছি কোনও অঞ্চল। বিস্তারিত খবর জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

ভূমিকম্পের সময়

এর আগেও মায়ানমার এবং থাইল্যান্ডে কম্পনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্রে বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার বিকেল ৪টে ৪০মিনিটে (স্থানীয় সময়ে বিকেল ৪টে ১০ মিনিট) ভূমিকম্পটি হয়েছে। কম্পনটি সৃষ্টি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সূত্র মারফত জানা গেছে যে, পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কিছু অংশেও (Earthquake In Pakistan) মৃদু কম্পন অনুভূত হয়েছে।

কম্পনের উৎসস্থল কোথায়?

পাকিস্তানে ঘটে যাওয়া ভূমিকম্পের উৎসস্থল করাচি শহর (Earthquake In Pakistan) থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। বালোচিস্তান প্রদেশের উথল শহর থেকে কম্পনের উৎসস্থলটি প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এখনো পর্যন্ত রিপোর্টে কোনরকম ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। স্থানীয় বাসিন্দারা এই ভূমিকম্পে যথেষ্ট উদ্বিগ্ন। কম্পন অনুভূত হতেই অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। গত মাসের শেষের দিকেও পাকিস্তানে ৪.৫ মাত্রায় একটি ভূমিকম্প হয়েছিল।

আরও পড়ুন: জোড়া ভূমিকম্পে ধ্বংসলীলা মায়ানমার- ব্যাংককে

মায়ানমারের হয়েছে ভয়ংকর ভূমিকম্প

পাকিস্তানের মতো (Earthquake In Pakistan) ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে গত শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্পে বহু মানুষ মারা গেছে। পাশাপাশি নিখোঁজ হয়েছে অনেকে। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। সোমবার বিকেলের তথ্য অনুসারে, মায়ানমারে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গিয়েছে।

প্রভাব পড়েছে থাইল্যান্ডেও

শুক্রবারে মায়ানমার যে ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল তার প্রভাব থেকে বাদ যায়নি পড়শী রাষ্ট্র থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভূমিকম্পের সময়ে। আশঙ্কা করা হচ্ছে ওই নির্মীয়মান ভবনে চাপা পড়ে গেছে বহু শ্রমিক। এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। কত মানুষ যে ওই ভবনে চাপা পড়েছে তার এখনো কোনরকম হিসাব দেওয়া যাচ্ছেনা।

Exit mobile version