Site icon লোকাল সংবাদ

Online Puja to Naihati Boroma: অনলাইন পুজো দেওয়ার নামে ভুয়ো ওয়েবসাইট, বড়মার ভক্তদের থেকে অর্থ লুঠ

Online Puja to Naihati Boroma

Representative

Online Puja to Naihati Boroma: বড়মার মন্দিরে অনলাইনে সরাসরি পুজো দেওয়ার প্রলোভন, আর সেই থেকেই দেদার আর্থিক প্রতারণা করা হচ্ছিল বড়মার ভক্তদের। এদিন এই তথ্য সামনে আসতেই গ্রেফতার করা হয় একজনকে। দেশ-বিদেশে বড়মার কোটি কোটি ভক্ত রয়েছেন। দুর থেকেও যাতে ওইসব ভক্তরা বড়মাকে পূজা অর্পণ করতে পারেন সেই জন্য কমিটির তরফে চালু করা হয় একটি অ্যাপ। এই খবর চাউর হতেই বড়মার ছবি ও নাম দিয়ে ভুয়ো ওয়েবসাইট খুলে বড়মার ভক্তদের কাছ থেকে অনলাইন পুজো দেওয়ার বাহানায় অর্থ লুঠ করছিল। এই ঘটনায় রিষড়া থেকে গ্রেফতার করা হয় সুরজিৎ কুন্ডু নামে এক ব্যক্তিকে। সেখান থেকেই উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ ও ব্যাংকের পাশ বই।

মন্দিরের উপর লেখা রয়েছে ধর্ম যার যার বড়মা সবার। বড়মার নামেই ব্যক্তির সাগরে ভেসে চলেন লক্ষ লক্ষ ভক্ত। আর সেই জন্যই শুধু দেশ নয় বিদেশের মানুষের কাছেও বড়মার পুজো দেওয়ার সুযোগ দিতে অনলাইন পুজো দেওয়ার (Online Puja to Naihati Boroma) ব্যবস্থা করেন মন্দির কমিটি। আর এখানেই ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা করছিল এই সুরজিৎ। আর সেই জন্যই এদিন তাকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। যেখানে তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার ঘোষণা করা হয়।

দীর্ঘদিন ধরেই বড়মার নাম ও ছবির ব্যবহার করে একটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পুজো দেওয়ার (Online Puja to Naihati Boroma) নামে প্রতারনা করে টাকা তুলছিল অভিযুক্ত। শুধু পুজো নয় অভিযোগ যজ্ঞের নামেও তোলা হচ্ছিল প্রচুর টাকা। পরে বিষয়টি নজরে আসে বড়মার পূজা কমিটির। এরপর তারা দেরি না করে অভিযোগ করেন নৈহাটি থানায়। এদিন এই বিষয়ে পুলিশ কমিশনার জানান ধৃত কতদিন ধরে এই প্রতারণা করেছে এবং কত টাকার প্রতারণা করেছে সেকথা জানতে হেফাজতে নেওয়া হয়েছে ওই ব্যক্তিকে।

আরও পড়ুন: আমাজনের জঙ্গলের পতঙ্গভুক উদ্ভিদ, দেখা মিলল বাংলার পশ্চিম মেদিনীপুরে

এছাড়া নৈহাটি কালীপুজো সমিতি কয়েক মা আগেই জয় বড়মা নামের অ্যাপ চালু করেন। এই অ্যাপের মাধ্যমে অনলাইন পুজো দিতে (Online Puja to Naihati Boroma) প্রনামী দেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু কিছুদিন আগেই কানাডা থেকে বড়মার এক ভক্ত ফোন করে জানান অনলাইন একটি ওয়েবসাইট বড়মার পুজোর নামে ১০০১ টাকা থেকে ৫০০১ টাকা দাবি করছে। তখনই সেই বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেন কোমর লোকজন।

এক সদস্য তখন ঐ ওয়েবসাইটের খোঁজ করে অনলাইন পুজো (Online Puja to Naihati Boroma) দিতে চাইলে তাঁকে আরেকটা ফোন নাম্বার দেওয়া হয়। সেই নম্বরে ফোন করলেই ধৃত ওই ব্যক্তি ফোন ধরে নিজেকে বড়মা ট্রাস্টের সম্পাদক বলে দাবি করেন। তখনই নিশ্চিত হয়ে থানায় বিষয়টি জানান বড়মা পুজো কমিটির লোকেরা।

Exit mobile version