Site icon লোকাল সংবাদ

Crypto Currency: ক্রিপ্টো কারেন্সি নিয়ে দুশ্চিন্তার খবর জানালেন শক্তিকান্ত দাস জেনে নিন কি সেই খবর

Crypto Currency

Representative

Crypto Currency: ভারতীয় অর্থনীতিতে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আবারও একবার সতর্ক করলেন রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। এর খারাপ প্রভাবে দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন তিনি। ডিজিটালাইজেশনের যুগে প্রযুক্তির উপর ভর রেখে এগিয়ে চলে দেশের মানুষ এবং সমাজ। তবে একটি দেশের উন্নতির পথে এগিয়ে চলার ক্ষেত্রে ওই দেশের ক্রিপ্টো কারেন্সির ভূমিকা থাকে। এক ঝটকায় দেশকে অনেকখানি পিছিয়ে দিতে পারে ক্রিপ্টো কারেন্সি।

ক্রিপ্টো কারেন্সি হলো বেসরকারি ডিজিটাল মুদ্রা। যা বিরাট আলোচনার মাধ্যমে আমেরিকার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEC-এর বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড প্রকল্পের বাস্তবায়নে সম্মতি জানিয়েছে। এই ঘটনাকে অর্থনৈতিক বিশিষ্ট মহল বিশ্বের প্রতিটি দেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আর্থিক মোড় এনে দেওয়ার কারণ হিসেবে চিহ্নিত করছে। জানা যাচ্ছে এর ফল স্বরূপ বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রকল্পগুলোতে বিটকয়েনের মতো বড় মাপের ক্রিপ্টো কারেন্সি যুক্ত হয়ে বড় আকার দিতে পারবে সংস্থাগুলি।

তবে এই প্রসঙ্গে এদিন পরিষ্কার তথ্য দিলেন রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাস মহাশয়। তিনি জানান ভারতের শীর্ষ ব্যাংক RBI অন্য কোনো দেশের আর্থিক নিয়ন্ত্রক ব্যবস্থা অনুসরণ করে কোনো রকম সিদ্ধান্ত নেবে না। কারণ বিশ্বের অর্থনীতিতে উন্নয়নশীল দেশের পক্ষে ক্রিপ্টো কারেন্সির (Crypto Currency) ওঠাপড়ায় মেতে ওঠা ঝুঁকিপূর্ণ।

আরো পড়ুন: ছোটখাটো লেনদেনের জন্য সেরা বিকল্প ইউপিআই লাইট ওয়ালেট, রয়েছে একাধিক সুযোগ সুবিধা

এর সাথে শক্তিকান্ত বাবু জানান কিছু সিদ্ধান্ত অন্য কোনো দেশের বাজারের পক্ষে যদি ভালও হয় তার অর্থ এই নয় যে ওই একই সিদ্ধান্তে আমরাও উপকৃত হব। এক্ষেত্রে RBI এবং গভর্নরের নিজের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ বিশ্বের বাজারে অন্যদেশ যে সিদ্ধান্ত নিতে চলেছে বেশি লাভের প্রলোভনে ভারতও ওই একই পথে হাঁটবেনা।

বেসরকারি ডিজিটাল মুদ্রার প্রলোভন দেশের আর্থিক পরিস্থিতি ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে জানিয়ে এদিন RBI গভর্নর জানান আমেরিকার বাজার নিয়ন্ত্রক সংস্থা লগ্নিকারীদের সতর্কবার্তা দিয়েছে ইতিমধ্যেই। তাই অন্য দেশ কি করছে সেই একই কাজ করা বোকামি। বোঝা যাচ্ছে যদি ঝুঁকি না থাকত তবে লগ্নিকারীদের বিশেষ সতর্কবার্তা পাঠানো হত না আমেরিকার বাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষে। তাই ভারত (Crypto Currency) কখনোই আর্থিক লোভের পিছনে ছুটবে না।

Exit mobile version