Dev-Rukmini: মনোমালিন্যের পালা কি তবে মিটলো, চর্চায় টলি তারকা দেব রুক্মিণী

Dev-Rukmini

Dev-Rukmini: মনোমালিন্যের পালা কি তবে মিটলো! চর্চায় টলি তারকা দেব রুক্মিণী। টলিউডের অত্যন্ত জনপ্রিয় দুজন তারকা দেব এবং রুক্মিণী। দুজনের প্রেম কাহিনী নিয়ে বহুদিন ধরেই চলছে চর্চা। তাদের অনুগামীরা তাদের প্রেম নিয়ে চর্চায় মেতে থাকেন প্রায় সর্বক্ষণ। কিন্তু সম্প্রতি দেখা গেছিল উল্টো পুরাণ। দেবকে নাকি আনফলো করে দিয়েছিলেন রুক্মিণী। এটা কি নিছকই মনোমালিন্য? নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে উৎসাহী হয়ে পড়েছিলেন সাধারণ জনগণ।

কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ৩০ তম চলচ্চিত্র উৎসব সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একত্রিত হতে দেখা গেছে দুই টলি তারকা জুটি দেব ও রুক্মনিকে (Dev-Rukmini)। অনুষ্ঠানের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাশেই বসে ছিলেন দেব। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন মঞ্চে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। রুক্মিণী সেই সম্মান জানিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী নিজে হাতে সেই উত্তরীয় পরিয়ে দেন দেবের গলায়।

অনুগামীদের মধ্যে অনেকদিন ধরেই জল্পনা চলছিল দেব আর রুক্মিনির (Dev-Rukmini) মধ্যে নাকি মনোমালিন্য সৃষ্টি হয়েছে। বর্তমানে খাদান ছবির প্রমোশন নিয়ে বেশ ব্যস্ত দেব। আর সেই কারণেই কি প্রয়োজনমতো সময় দিতে পারছেন না নিজের ভবিষ্যৎ জীবন সঙ্গীকে? এই প্রশ্নটাই তুলছিলেন অনুগামীরা। তবে অনুগামীদের জল্পনাকে এক্কেবারে ধূলিসাৎ করে দিয়েছে দেব এবং রুক্মিনি। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একই সাথে হাসি মুখে প্রবেশ করতে দেখা গেছে এই দুই টলি তারকাকে।

আরো পড়ুন: অসফল কেরিয়ার, অথচ সম্পত্তির পরিমাণে ছাপিয়ে গিয়েছেন রণবীর-অল্লু অর্জুনদের

শুধু অনুষ্ঠানে প্রবেশ করা বা উপস্থিত থাকাই নয়, অনুষ্ঠানের শেষে ভিড় এড়িয়ে রুক্মিনির হাত ধরে গাড়ি অব্দি যেতে দেখা যায় দেবকে। একেবারে সাধারণ প্রেমিক-প্রেমিকাদের মতনই একে অপরকে যেন আগলে রেখেছিলেন। ভিড়ের মাঝে দেব একাই দায়িত্ব নিয়ে সামলে রেখেছিলেন নিজের প্রেমিকাকে। এই তারকা জুটি সকলের সামনে সমস্ত জল্পনার উত্তর দিয়ে দিল এক নিমেষে। পরিষ্কারভাবে বুঝিয়ে দিল দেব আর রুক্মিনির (Dev-Rukmini) মধ্যে আদতে কোন মনোমালিন্য নেই। যা রটছে তা শুধুই অনুগামীদের কল্পনা মাত্র।

২০১৭ সালে টলিপাড়ায় মুক্তি পেয়েছিল বাণিজ্যিক ছবি চ্যাম্প। দেব আর রুক্মিনির (Dev-Rukmini) অভিনীত প্রথম ছবি। সেই ছবির শুটিং চলাকালীনই একে অপরের সাথে প্রণয়ের বন্ধনে আবদ্ধ হয় এই তারকা জুটি। শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার বাইরেও এই জুটি একেবারে হিট। কিন্তু আচমকাই ঘটেছিল একটু অন্যরকম ঘটনা। হঠাৎই দেবকে আনফলো করে দিয়েছিলেন রুক্মিণী। আর এই ঘটনার জেরেই শুরু হয়েছিল জল্পনা। তবে সমস্ত জল্পনাকে ধূলিসাৎ করে নায়ক-নায়িকা প্রমাণ করে দিয়েছেন তাদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকলেও তা মিটে গেছে। এখন তারা স্বাভাবিক এভাবেই মেলামেশা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version