Site icon লোকাল সংবাদ

Electric Meter: বাড়িতে ইলেকট্রিক মিটার তো রয়েছে, জানেন কি একটি বাড়িতে কটি ইলেকট্রিক মিটার বসানো যায়?

Electric Meter

Representative

পূর্ব সময়ে মানুষ হ্যারিকেনের আলোতে দিন কাটালেও বর্তমানে বিদ্যুৎ ছাড়া চলেনা সাধারণ মানুষের। শীত, গ্রীষ্ম কি বর্ষা একটু বিদ্যুৎ অফ হলেই অস্বস্তি শুরু হয়ে যায় মানুষের মধ্যে। বিশেষ করে গরমের সময় বিদ্যুৎ ছাড়া অর্থাৎ এসি, ফ্যান ছাড়া থাকতেই পারে না সাধারণ মানুষজন। আর এই বিদ্যুৎ চালানোর জন্য প্রতি বাড়িতেই রয়েছে ইলেকট্রিক মিটার (Electric Meter)। কিন্তু এই মিটার বিষয়ে এমন অনেক কিছুই অনেকের কাজে অজানা। তেমনি একটি বিষয় হল মিটার বসানোর নিয়ম। জানেন কি একটি বাড়ি পিছু কতগুলো মিটার বসানো যায়? না জানলে অবশ্যই জেনে রাখুন। তা না হলে পড়তে পারেন বিপদে।

প্রসঙ্গত, বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতি বাড়িতেই স্থাপিত রয়েছে ইলেকট্রিক মিটার। মূলত দৈনিক বা মাসিক একটি বাড়িতে কত বিদ্যুৎ ব্যবহার করা হয় তারই জানান দেয় এই ইলেকট্রিক মিটার (Electric Meter)। এই মিটারের ভিত্তিতেই ১ মাস কি ৩ মাস ছাড়া বিদ্যুৎ বিল আসে প্রতি বাড়িতে। কারো বাড়িতে একটা কারো বাড়িতে দুটো তো আবার বড় বড় ফ্ল্যাট বিল্ডিং এ একত্রে অনেকগুলি মিটার লাগানো থাকে। কিন্তু অনেকের কাছেই এটি অজানা যে বাড়ি অনুযায়ী কত মিটার বসানোর নিয়ম রয়েছে। যা আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবারই পিছু একটি করে বৈদ্যুতিক মিটার বসানো আবশ্যক। তবে এক্ষেত্রে কেউ যদি পৃথক মিটার বসাতে চান তাহলে সেই ব্যক্তিকে ফ্ল্যাট বা বাড়ি আলাদাভাবে রেজিস্টার করে পৃথক মিটার স্থাপন করতে হবে। নিয়ম অনুসারে যেকোনো ফ্ল্যাট, বিল্ডিং বা বাড়িতে একটি রেজিস্টারে একটি মিটার বসানো যায়।

আরো পড়ুন: মাত্র ১০০০/- এই পাওয়া যাবে নতুন এই ৪জি ফোন, Jio-এর নতুন ধামাকা!

তবে নয়া নিয়মে বলা হয়েছে এমন অনেক বাড়িতে পৃথক পৃথক পরিবার যৌথভাবে বসবাস করে। তবে সেক্ষেত্রে পরিবারগুলি আলাদা না হয়ে পৃথক পৃথক মিটার স্থাপন করতে পারে। এতে বিদ্যুৎ বিল নিয়ে ঝামেলায় পড়তে হয় না পরিবারগুলিকে। শুধু তাই না, বৈদ্যুতিক মিটার স্থাপনে এমনও পদ্ধতি বলা হয়েছে যে যেকোনো বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য ১ কিলোওয়াট থেকে ৪ কিলোওয়াট পর্যন্ত একটি ফেজের মিটার স্থাপন করার আবেদন করা হয়। তবে এক্ষেত্রে সেই বাড়িতে যদি বিদ্যুতের লোড ৪ কিলোওয়াটের বেশি হয়, সেক্ষেত্রে তিনটি ফেজের বিদ্যুৎ সংযোগ করতে পারে সেই পরিবার।

এছাড়াও কোনো ব্যক্তি যদি একের অধিক ইলেকট্রিক মিটার (Electric Meter) বাড়িতে স্থাপন করতে চায় তাহলে ভাড়া চুক্তি দেখিয়ে তা করতে পারে। অর্থাৎ এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বহুতল বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেন এবং তারপরে তা ভাড়া দেন। এক্ষেত্রে ভাড়াটিয়ার সাথে ভাড়া চুক্তি করে পৃথক মিটার স্থাপন করতে পারে। তবে উল্লেখ্য বিষয় সেই চুক্তি যেন তিন মাসের পুরনো হয়। কেউ যদি এই নিয়মে মিটার স্থাপন করতে চান তাহলে আরো বিশদে জানতে যোগাযোগ করতে পারেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সাথে।

Exit mobile version