Site icon লোকাল সংবাদ

Weather News: ঘুর্ণাবর্তের জেরে নিম্নচাপ! বৃষ্টির সম্ভাবনা কোজাগরী লক্ষ্মীপুজোয়, কোন কোন জেলায় সতর্কতা জারি?

Weather News

Representative

Weather News: রোদ-জলে কাটলো শারদীয়া উৎসব। চারিদিকেই বিষাদের সুর। কোথাও রোদ ঝলমলে আকাশ তো কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দেবী দুর্গার বিদায় মানে দু এক দিন পর আগমন দেবী লক্ষ্মীর। চলতি বছরে ১৬ই অক্টোবর পালিত হবে কোজাগরী লক্ষ্মীপূজা। এই লক্ষ্মীপুজোয় কেমন থাকবে আবহাওয়া (Weather News)? কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি? আগামী কয়েক দিনই বা কেমন থাকবে আকাশ? জেনে নিয়ে এখনই সতর্ক হন।

আবহাওয়া সূত্রে খবর ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্তের অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর। তার জেরেই ১৪ই অক্টোবর সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে (Weather News)। তার উপর আরো একটি ঘূর্ণাবর্তের অবস্থান বঙ্গোপসাগরে। আগামী ১৬ই অক্টোবর পড়েছে কোজাগরী লক্ষ্মীপূজা। নিম্নচাপের জেরে কি বৃষ্টি হবে লক্ষ্মীপূজায় নাকি শুষ্ক থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস বলছে সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও ঝাড়গ্রামের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া মঙ্গলবার শুষ্ক থাকবে। তেমন কোনো জোরালো বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরো পড়ুন: আঁটপুর, ইতিহাসের ছোঁয়ায় প্রকৃতির কোলে একদিনের রোমাঞ্চকর ভ্রমণ

অন্যদিকে ১৬ই অক্টোবর অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপূজার দিন থেকে পরপর তিনদিন ( বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather News) হতে পারে দক্ষিণবঙ্গের কম-বেশি সব জেলাতেই। তবে প্রবল বর্ষণের জন্য তেমন কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এই সময় উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর বলছে সোম থেকে বৃহস্পতি পরপর চার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কোথাও কোথাও হতে পারে বজ্রপাত। তবে এই সময় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার উত্তরবঙ্গের কম-বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা কোথাও জারি নেই।

Exit mobile version