Site icon লোকাল সংবাদ

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হতে পারে পাকিস্তানের! আয়োজন হওয়ার সম্ভাবনা এই তিন দেশে

ICC Champions Trophy

Representative

ICC Champions Trophy: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট নিয়ে শোরগোল সর্বত্র। নানা জায়গায় নানা কথা। এই আবহেই জল্পনা শুরু হয়েছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের আয়োজনের সম্ভাবনা কম। আইসিসি তরফে ভাবা হচ্ছে পাকিস্তান থেকে এই আয়োজন সরিয়ে ফেলার। সেই সুযোগেই এই ট্রফি টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে রয়েছে তিন দেশ। সত্যিই কি পাকিস্তান থেকে সরবে এই টুর্নামেন্টের আয়োজন? নেপথ্যে কারণ কি?

প্রসঙ্গত, পাকিস্তান তরফে জানানো হয়েছে তারা তাদের দেশেই আয়োজন করবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট (ICC Champions Trophy)। এ বিষয়ে ভারতকে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র দিয়েছে। পাশাপাশি তারা এও জানিয়েছে যে তাদের খেলতে যাওয়ার নিরাপত্তার সমস্ত দায়িত্ব পাকিস্তানের।

পাকিস্তানের এই আমন্ত্রণ পত্রে কোনো সবুজ সংকেত দেয়নি ভারত। এখনও পর্যন্ত ভারত সরকার তরফে জানানো হয়নি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে তারা খেলতে যাবে কিনা। ফলে এই আবহেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের আয়োজন নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

আরো পড়ুন: উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, মজা দেখছে ভারত, লাফাচ্ছে পাকিস্তান

তবে অপরদিকে খবর রয়েছে পাকিস্তান থেকে এই টুর্নামেন্টের আয়োজন সরানো হলে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ৩ দেশকে। সেই তিন দেশ হল শ্রীলঙ্কা, আরব আমিরশাহী এবং দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আবার হাইব্রিড মডেল অনুসরণ করার কথাও ভাবা হচ্ছে। তবে সেরকম ঘটলে অন্য ভেন্যুতে সরে যেতে পারে ভারতের সেমিফাইনাল। পাশাপাশি ভারত সেমিফাইনাল দিয়ে ফাইনালে পৌঁছালেও খেলা অন্যত্র চলে যেতে পারে। যদিও এশিয়া কাপে হাইব্রিড মডেল অনুসরণ করায় শ্রীলঙ্কার মাটিতে খেলা দেখিয়েছিল ভারত।

তবে সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের (ICC Champions Trophy) পাকিস্তানে আয়োজন নিয়ে চলছে জোর জল জল্পনা। তৈরি হচ্ছে ধোঁয়াশা। এখনো কোনো সমাধান সূত্র বের হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই জল্পনাকে ডোন্ট কেয়ার হিসেবে উড়িয়ে দিচ্ছে। তাদের উক্তি এই জল্পনার কোনো সত্যতা নেই। ফলেই শুরু হয়ে গেছে সেখানকার প্রস্তুতি পর্ব। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট যে দেশেই আয়োজিত হোক না কেন লাভজনক হবে পাকিস্তান দেশই।

Exit mobile version