Amitabh Bachchan: শুটিং চলাকালী গর্ভবতী হয়ে পড়েছিলেন জয়া বচ্চন, কার ভুলের খেসারত দিতে হয়েছিল তাকে

Amitabh Bachchan

Amitabh Bachchan: শুটিং চলাকালী গর্ভবতী হয়ে পড়েছিলেন জয়া বচ্চন, অমিতাভ বচ্চনের ভুলের খেসারত দিতে হয় তাকেই। হিন্দি সিনেমা জগতের যতগুলি হিট সিনেমা রয়েছে তার মধ্যে অন্যতম হল শোলে। এই সিনেমা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল সেই সময়। এরপর আরো একাধিক সিনেমা রিলিজ করেছে কিন্তু আজও এর জনপ্রিয়তা এক চুলও কমেনি। এই ছবির শুটিং চলাকালীনই ঘটে গেছিল একটি বড় ঘটনা। অমিতাভের বচ্চনের ভুলের খেসারত দিতে হয়েছিল জয়া বচ্চনকে।

১৯৭৫ সালে রিলিজ করা এই সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল। এই ছবির প্রত্যেকটি চরিত্র আলাদাভাবে নিজের পরিচয় স্থাপন করতে পেরেছে দর্শকদের সামনে। এই ছবির সাফল্য সিনেমার ইতিহাসে শোলেকে অমর করে রেখেছ। এই ছবিটির শুটিং চলাকালীন একাধিক ঘটনা ঘটেছিল যা আজও দর্শকদের আলোচনার অন্যতম বিষয়। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঘটনাটি হল জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বিয়ে।

আসলে ছবির শুটিং চলাকালীন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন অনেক বেশি কাছাকাছি আসেন। তাদের মধ্যে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক আরো গভীরতর হয়ে ওঠে। এই ছবির শুটিং চলাকালীনই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমনি কাজ। শুটিং চলাকালীনই বিয়ে করেন এই দুই তারকা। ব্যক্তিগত এবং চলচ্চিত্রগত উভয় জীবনে একটি আইকনিক জুটি সৃষ্টি হয় সেদিন।

আরো পড়ুন: সন্তানকে সঠিক মানুষ তৈরি করতে আব্দুল কালাম মহাশয়ের এই ছয়টি উপদেশ জেনে রাখুন

তবে বিশেষ উল্লেখযোগ্য বিষয়টি হলো জয়া বচ্চনের এবং অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) যখন বিয়ে হয় তখন জয়া বচ্ছর অন্তঃসত্তা ছিলেন। ছবিটি রিলিজ করার আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ছবির শুটিং চলাকালীন তার বেবি বাম্প ঢাকার জন্য সাদা শাড়ির ব্যবহার করা হয়েছিল। একাধিক জায়গায় অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের একাধিক সিন অনেক তাড়াতাড়ি শুট করে নেওয়া হয়েছিল যাতে নায়িকার শারীরিক পরিবর্তন সিনেমার উপর কাহিনীকে প্রভাবিত করতে না পারে। তারপরও বেশ কিছু জায়গায় বোঝা গেছিল তার বেবি বাম্পের দৃশ্য।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের জীবনের সবথেকে বড় বড় ঘটনাগুলি বোধহয় ঘটে গেছিল এই শোলে ছবিকে কেন্দ্র করেই। এই ছবির সংলাপ থেকে শুরু করে প্রত্যেকটি চরিত্র যেমন আলাদা আলাদা ভাবে দর্শকের মন জয় করে নিয়েছে। তেমনই বিক্ষিপ্তভাবে জায়গা করে নিয়েছে ছবির শুটিং চলাকালীন ঘটে যাওয়া একাধিক ঘটনা। তবে সবকিছুকে ছাপিয়ে দিয়েছিল এই ছবির কাহিনী এবং সংলাপ যা আজও চর্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version