Site icon লোকাল সংবাদ

One Crore Rupees: বর্তমান এক কোটি টাকার মূল্য ভবিষ্যতে কত হবে জানেন? রইলো অবাক করা তথ্য

One Crore Rupees

Representative

One Crore Rupees: আজকের প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মুদ্রাস্ফীতি। যার অর্থ হলো পরিষেবা এবং পণ্যের দামের ক্রমাগত বৃদ্ধি। একটু ভালো করে দেখলে বোঝা যাবে আজ থেকে দশ বছর আগে চালের দাম যা ছিল বর্তমানে তা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। অর্থাৎ দুই ক্ষেত্রে পণ্যের পরিমাণ একই থাকলেও বেড়ে গিয়েছে দাম। একেই বলা হয় মুদ্রাস্ফীতি।

মূলত তিনটি কারণে দেশে মুদ্রাস্ফীতি হতে পারে। সেগুলি হলো:

  1. কস্ট পুশ মুদ্রাস্ফীতি (Cost Push Inflation): এই মুদ্রাস্ফীতি হয় যখন পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায় এবং এই খরচ তুলতে বেশি দামে বিক্রয় শুরু করতে হয়।
  2. ডিমান্ড পুল মুদ্রাস্ফীতি (Demand Pull Inflation): এটি মূলত চাহিদার তুলনায় পণ্য কম উৎপাদন হলে সৃষ্টি হয়। অর্থাৎ যদি কোনো পণ্যের যা চাহিদা তার চেয়ে কম উৎপাদন হয় তবে বেশি দাম দিয়ে পণ্য কেনা বেচা শুরু হয়।
  3. অত্যধিক কারেন্সি ছাপা (Inflation Due to Excessive Money Printing): কোনো দেশের সরকার অতিরিক্ত টাকা মুদ্রণ করে তবে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা যায়।

চলুন জেনে নিই সময়ের সাথে কিভাবে এক কোটি টাকার উপর মুদ্রাস্ফীতির প্রভাব আসে। মুদ্রাস্ফীতি হতে থাকলে এক কোটি টাকার মূল্য (One Crore Rupees) ক্রমশ কমবে বই বাড়বে না। বার্ষিক মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশ ধরে এক কোটি টাকার মূল্য গণনা করা হলো। আজ থেকে ২০ বছর পর এক কোটি টাকার মূল্য কমে হবে ৩১.১৮ লক্ষ টাকা। যা ৩০ বছরে গিয়ে দাঁড়াবে মাত্র ১৭.৪১ লক্ষ টাকা এবং ৫০ বছরে হবে মাত্র ৫.৪৩ লক্ষ টাকা।

আরো পড়ুন: আগামী বছরের প্রথম দিন থেকেই বদলে যাচ্ছে পেনশনের নিয়ম, বড় ঘোষণা কেন্দ্রের

তাই মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে যদি কোনো ব্যক্তি মিউচ্যুয়াল ফান্ডে এক কোটি টাকার SIP করে থাকেন তবে সেক্ষেত্রে বিশাল বড় একটি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন তিনি। যা মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিতে বিনিয়োগকারীকে বিশেষ ভাবে সাহায্য করবে। এর মাধ্যমে এক কোটি টাকা কয়েকগুণ বেড়ে বিশাল আকার নিতে পারে।

তবে মুদ্রাস্ফীতি যে হারে বেড়ে চলেছে তাতে আজকের দিনের বিশাল পরিমাণ টাকা আগামীতে নগণ্য হয়ে উঠবে। তাই এমন কোনো বিভাগে বিনিয়োগ করতে হবে যেখানে মূল্য ক্রমশ বৃদ্ধি পায়। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি একটি সমস্যা হলেও দাম বাড়তে থাকার জন্য কোনো বাড়তি প্রভাব আসেনা। বরং সময়ের সাথে তাল মিলিয়ে অতিরিক্ত অর্থ পাওয়া যেতেও পারে।

Exit mobile version