Site icon লোকাল সংবাদ

Confirm Waiting List Tickets: ওয়েটিং লিস্টের টিকিট কতদিনে কনফার্ম হয়, জানুন অব্যর্থ ট্রিক

Confirm Waiting List Tickets

Representative

Confirm Waiting List Tickets: বছর শেষ হতে বাকি আর কয়েকটা দিন। ইতিমধ্যেই ছুটির মরশুম এসে গেছে। এই সময় হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে অনেকেরই। আবার ভ্রমণের ক্ষেত্রে কোটি কোটি মানুষের ভরসা রয়েছে ভারতীয় রেলের উপর। দ্রুত যাত্রার জন্য অনেকেই বেছে নেন রেলকে। ভারতের মতো এই বিশাল দেশে যত সময় এগিয়েছে ততই রেলের উপর বিশ্বাসযোগ্যতা বেড়েছে মানুষের।

শীতের সময় ভারতীয় রেলের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। সকলেরই কম বেশি এই সময় ছুটি ফলে বেশিরভাগ মানুষই তল্পিতল্পা গুটিয়ে রওয়ানা দেয় গন্তব্যে। তবে হঠাৎ কয়েকদিনের ব্যবধানে ভারতীয় রেলের কনফার্ম টিকিট (Confirm Waiting List Tickets) পাওয়া বেশ মুশকিল হয়ে ওঠে। বেশিরভাগ সময়েই ট্রেনের টিকিট কাটলে তার জায়গা হয় ওয়েটিং লিস্টে। তবে ওই অপেক্ষা তালিকায় থাকা ট্রেনেও যে সিট পাওয়া যাবেই একথাও নিশ্চিত বলা যায়না।

ভারতীয় রেলের তরফে জানানো হচ্ছে যে ওয়েটিং লিস্টে টিকিট কনফার্ম (Confirm Waiting List Tickets) হবে কিনা জানার জন্য রয়েছে নতুন ট্রিক। ভারতীয় রেল জানাচ্ছে মোট দুটি উপায়ে কর্নফার্ম টিকিট কাটতে পারবে গ্রাহকরা। একটি সাধারণ উপায় অন্যটি হলো জরুরি কোটার মাধ্যমে।

আরো পড়ুন: পুনে থেকে মুম্বাই মাত্র ২৫ মিনিটেই, মাধ্যম হাইপারলুপ

রেলের তরফে জানানো হচ্ছে সিট বুক করার পর মোটামুটি ২১ শতাংশ যাত্রী টিকিট বাতিল করে। আর সেই হিসেবেই স্লিপার কোচে ৭১টি সিটের মধ্যে ১৪টি সিট কনফার্ম (Confirm Waiting List Tickets) হওয়ার সুযোগ হতে পারে। এছাড়া ট্রেনের টিকিট কেটেও যাত্রা করেননা এমন মানুষও নেহাত কম নয়। হিসেব করলে দেখা যায় প্রায় ২৫ শতাংশ সিট খালির মধ্যে পড়লে ওয়েটিং লিস্ট থেকে যাত্রীদের টিকিট কনফার্ম করা হয়।

ঠিক এই হিসেবে যদি ট্রেনের ১০টি কোচে ১৮টি করে সিট কনফার্ম (Confirm Waiting List Tickets) হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই হিসেবে অপেক্ষার তালিকার ১৮০ জনের নাম কনফার্ম টিকিট লিস্টে চলে আসে। এছাড়া জরুরীকালীন কোটায় ১০% শতাংশ আসন বরাদ্দ থাকে। সেখানেও আবেদন করে যাত্রীরা ট্রেনের কনফার্ম টিকিট কাটতে পারেন।

Exit mobile version