Site icon লোকাল সংবাদ

Kolkata Metro: রাতের শেষ মেট্রোর বাড়তি ভাড়া, সিদ্ধান্ত জানাল কলকাতা মেট্রো

Kolkata Metro

Representative

Kolkata Metro: একের পর এক বদল আসছে কলকাতা মেট্রোর নিয়মে। সাথে বাড়ছে এর পরিষেবা প্রদানের পরিসরও। একই সাথে উন্নতি পাচ্ছে মেট্রো পরিষেবারও। যাত্রীদের সুবিধার্থে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা মেট্রো। কখনও জংশন স্টেশনের বদল তো কখনও রাতের ডিউটিরত যাত্রীদের জন্য অতিরিক্ত মেট্রো পরিষেবা। কোনো কিছুতেই যাত্রী স্বাচ্ছন্দ্যের মানের উপর আপোষ করতে দেখা যায়নি কলকাতা মেট্রোকে।

রাতের শেষ মেট্রোর যাত্রী সংখ্যা কিছু কম থাকার দরুন মেট্রোর পরিষেবা দেওয়ার খরচ সামাল দেওয়ার জন্য কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে অতিরিক্ত ১০টাকা ভাড়া ধার্য্য করার ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে সম্প্রতি মেট্রো কতৃপক্ষের দেওয়া একটি বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে রাতের শেষ মেট্রোর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত নাকচ করছে মেট্রো কর্তৃপক্ষ। জানা যাচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে কিছু সমস্যার জন্য এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরে আবারও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। তবে কবে থেকে এই নিয়ম আবার চালু হতে শুরু করবে এই বিষয়ে কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।

কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ এই দুই পথে রাত্রিকালীন দুটি অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হয়। যেখানে দুই প্রান্ত থেকেই ১০.৪০ মিনিটে মেট্রো ছেড়ে যায়। চলতি বছরের গত জুন মাস থেকেই যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবা প্রদান করে আসছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। তবে এতে যাত্রী সংখ্যা কিছু কম থাকার দরুন পরিবহণ খরচ মেটাতে ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

আরো পড়ুন: একটি থেকে হেঁটে অন্যটিতে যেতে লাগে ১ মিনিট, কোথায় রয়েছে এই দুই স্টেশন

এই বিষয়ে বিবৃতি দিয়ে মেট্রোর তরফে জানানো হয় খুব কম সংখ্যক যাত্রীরাই ওই পরিষেবা গ্রহণ করেন তাই প্রতিটি দূরত্বেই অতিরিক্ত ১০ টাকা বাড়তি ভাড়া নেওয়া হবে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় ১০ই ডিসেম্বর থেকেই এই অতিরিক্ত ভাড়া ধার্য্য করা হবে। তবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পক্ষ থেকে এই সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তাই বর্তমানে শুধু টিকিটের ভাড়া দিয়েই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন রাতের শেষ মেট্রোতে।

রাতের এই বিশেষ পরিষেবায় বহু মানুষের চাহিদা পূরণ হবে ভেবেই এই বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হয়। সপ্তাহের ৫ দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার এই পরিষেবা দেওয়ার কথা জানানো হয়। কিন্তু যেহেতু এই সময় কোনো স্টেশনেই টিকিট পরিষেবা খোলা থাকেনা তাই অনলাইনে UPI পেমেন্টের মাধ্যমে স্টেশনে বসানো ASCRM মেশিনের দ্বারা টোকেন সংগ্রহ করার ব্যাপারেও যাত্রীদের অবগত করে কলকাতা মেট্রো (Kolkata Metro)। তবে কম সংখ্যক যাত্রী এই পরিষেবা নেওয়ায় প্রাথমিক ভাবে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যেটি স্থগিত রাখার ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।

Exit mobile version