Site icon লোকাল সংবাদ

Health Worker Recruitment: মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক স্বাস্থ্য কর্মী নিয়োগ, পোস্টিং নিজের এলাকাতেই

Health Worker Recruitment

Representative

Health Worker Recruitment: সরকারি চাকরির মন্দার বাজারে রাজ্য সরকার নিয়ে এলো চাকরির বড়ো সুযোগ। তাও পোস্টিং হবে নিকটবর্তী বিডিও অফিসেই। এবার সামনে এলো পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। শুধু মাত্র মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরির সুযোগ। চলুন জেনে নিই শূন্যপদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে।

পদের নাম: (Health Worker Recruitment) স্বাস্থ্য দপ্তরের অধীনে সামাজিক স্বাস্থ্য কর্মী।

শূন্যপদ: শূন্যপদ সংখ্যা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি তবে জানা যাচ্ছে জেলার প্রতিটি ব্লকেই কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাশ মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই এলাকার স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত বা ডিভোর্স বা বিধবা হতে হবে। এক কথায় বলতে গেলে অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

আবেদন পদ্ধতি: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনে সরাসরি বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে। এর কয়েকটি পদ্ধতি রয়েছে সেগুলি হলো:

আরো পড়ুন: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদন পদ্ধতি

প্রয়োজনীয় নথি: এই পদের আবেদনের জন্য জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্মের শংসাপত্র, ভোটার কার্ড, জাতিগত সংসাপত্র, বিবাহ সংক্রান্ত তথ্য, ৫ টাকার একটি ডাক টিকিটের প্রয়োজন হবে।

সময়সীমা: স্বাস্থ্য কর্মী নিয়োগের (Health Worker Recruitment) ক্ষেত্রে আবেদন জমা করার শেষ তারিখ হিসেবে ২০২৪ সালের ৫ই ডিসেম্বর ধার্য্য করা হয়েছে। ওইদিন বিকেল ৫টার পর থেকে আর আবেদন গ্রহণ করা হবেনা।

বয়সসীমা: সংরক্ষণের ক্ষেত্রে ২২ বছর বয়স থেকে আবেদন করা যাবে। নাহলে ৩০ বছর থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

Exit mobile version