Site icon লোকাল সংবাদ

Medical College Examination: ডাক্তারি পরীক্ষায় হবে লাইভ স্ট্রিমিং, থাকবে সিসিটিভির নজরদারিও

Medical College Examination

Representative

Medical College Examination: জুনিয়র ডাক্তারদের পরীক্ষা হবে লাইভ স্ট্রিমিং এবং সরাসরি সিসিটিভির অধীনে এমনই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্যের ডাক্তারি পরীক্ষার পরিষদ। পরীক্ষার সম্প্রচার সরাসরি দেখতে পাবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার সিসিটিভি ফুটেজ এক বছরের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ। গত ২১শে অক্টোবরে জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকে পরীক্ষায় কারচুপির অভিযোগ ওঠে জুনিয়র ডাক্তারদের তরফে। তখন মুখ্যমন্ত্রী কাউকে পরীক্ষার সময় ঘাড় ঘোরাতে না দেওয়ার হুঁশিয়ারি দেন। এরপর এই অভিযোগের ভিত্তিতে গত ৩০শে অক্টোবর একটি মেডিকেল বোর্ডের সভা হয় সেখানেই ডাক্তারি পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজ কতৃপক্ষের যৌথ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গুলি লিখিত ভাবে প্রকাশ্যে আনা হয়েছে। এতে বলা হয়েছে প্রতিদিনের পরীক্ষার ফুটেজ পাঠাতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। (Medical College Examination) পরীক্ষা শেষের সর্বাধিক তিন দিনের মধ্যে ফুটেজ চেয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। অন্যথায় ফলাফল প্রকাশ আটকে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। জানানো হয়েছে পরীক্ষা হয়ে যাওয়ার পরবর্তী এক বছর ওই ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে কলেজ কতৃপক্ষকে।

এছাড়াও থাকছে পরীক্ষা সরাসরি (Medical College Examination) সম্প্রচারের উপায়ও। যা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দেখানো হবে। জানা যাচ্ছে ডাক্তারি পরীক্ষায় যাতে কেউ অসৎ উপায় অবলম্বন করতে না পারেন সেই জন্যই এই প্রচেষ্টা। অনেক সময় শৌচালয়ে গিয়ে নকল করার অভিযোগ উঠছে কিছু ক্ষেত্রে এর প্রমাণও মিলেছে। এবার এক্ষেত্রেও দেওয়া হচ্ছে কড়া নজর। জানা যাচ্ছে শৌচালয়ের বাইরেও থাকবে পাহারা।

আরো পড়ুন: আপনি কি কম্পিউটারে দক্ষ? তবে আজই আবেদন করুন ১৬,০০০ মাইনের এই চাকরিতে

শেষ মুহূর্তে যাতে কোনো যান্ত্রিক সমস্যা না হয় এর যেনো কিছুদিন আগেই প্রশ্নপত্র ডাউনলোড রাখবে কলেজ। আর তা ছাপানোর সময় থাকবেন শুধুমাত্র অধ্যক্ষ এবং ডিরেক্টর উপস্থিত থাকবেন। এই প্রক্রিয়াটিও হবে সিসিটিভির নজরদারিতে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেও কড়া তল্লাশির মধ্যে দিয়ে যেতে হবে ছাত্র-ছাত্রীদের। এছাড়াও ডাক্তারি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা (Medical College Examination) কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে পুলিশও। এছাড়া খাতা দেখা, নম্বর প্রকাশ এবং খাতা রিভিউয়ের ক্ষেত্রেও মানতে হবে কড়া নিয়ম।

আরজিকরের মহিলা জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র ডাক্তাররা রাজ্যের অব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নামেন। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে ১০ দফায় দাবিও রাখেন তাঁরা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে দাবিগুলো তুলে ধরা হয়। হাসপাতালে হুমকি পরিস্থিতি সহ, ডাক্তারি পরীক্ষায় কারচুপি, ঘুষ নিয়ে পাশ করানো, প্রশ্ন ফাঁসের মতো একাধিক অভিযোগ তোলা হলে মুখ্যমন্ত্রী ডাক্তারি পরীক্ষায় (Medical College Examination) কড়াকড়ির কথা বলেন। আর এবার কথা মতোই বজ্র আঁটুনি দেখা গেলো বিশ্ববিদ্যালয় তরফে।

Exit mobile version