Site icon লোকাল সংবাদ

Medical College Fees: এমবিবিএস পড়াশুনোর খরচ বেড়ে এখন আকাশ ছোঁয়া, কত খরচ জানুন

Medical College Fees

Representative

Medical College Fees: এবার ডাক্তারি পড়াশুনোর খরচ আরও ব্যয়বহুল। সম্প্রতি উত্তর প্রদেশে ডাক্তারি পড়ার খরচ বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বেসরকারি কলেজে ডাক্তারি পড়ার খরচ ১০২৪-২৫ শিক্ষাবর্ষে বেশ কিছুটা বাড়ানো হয়েছে। এই ফি-এর মধ্যে রয়েছে হোস্টেল এবং অন্য সব খরচও।

এর মধ্যে অনেক কলেজে টিউশন ফি-ও বৃদ্ধি করা হয়েছে কিছু কিছু কলেজে। যেসব কলেজের হিসেব বকেয়া থেকে যাচ্ছে শুধুমাত্র সেইসব মেডিক্যাল কলেজের পড়াশোনার ফি (Medical College Fees) বাড়ানো হয়েছে। এমনকি ওইসব কলেজে শিক্ষার্থীদের বকেয়া টাকা একেবারে অথবা চারটি কিস্তিতে শোধ করে দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের গত ১১ই জুলাই সরকারের তরফে কোনো ফি না বাড়ানোর নির্দেশ দিলে কলেজগুলো হাইকোর্টে একটি পিটিশন জমা দেয়।

এরপর ওই পিটিশনের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়। যেই কমিটি ইনভেস্টিগেশনের মাধ্যমে ওই সব কলেজের শুনানির পর নতুন ফি-এর লিস্ট প্রকাশ করে। আর সেই লিস্ট অনুযায়ী এবার প্রাইভেট মেডিকেল কলেজের আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য বাড়তি ফি (Medical College Fees) ধার্য করা হবে। তবে এই বাড়তি ফি দেরিতে দেওয়ার জন্য কোনো রকম ফাইন বা সুদ নেবে না।

আরো পড়ুন: এখন আর অপেক্ষা নয় মাত্র একদিনেই পাবেন আয়ুষ্মান ভারত কার্ড!

MBBS New Fees Structure

এখন যোগী রাজ্য উত্তর প্রদেশের প্রায় সবকটি প্রাইভেট মেডিক্যাল কলেজের ফি প্রায় একই এসে দাঁড়িয়েছে!

এছাড়া বেড়ে যাওয়া ফি অনুযায়ী মেডিক্যাল কলেজে (Medical College Fees) নন এসি ঘরের ভাড়া বাবদ ছাত্রদের দিতে হয় প্রতি বছরে ১,৬৫,০০০ টাকা এবং এসি ঘরের ভাড়া পরে ১,৯২,৫০০ টাকা। একটি ঘরে শুধুমাত্র দুই জন ছাত্র থাকতে পারবেন। এছাড়াও প্রতি বছর ৯৪,১৬০ টাকা অন্যান্য ফি বাবদ কাটা হয়। যার মধ্যে বিশ্ববিদ্যালয় নিবন্ধন, লাইব্রেরি খরচ, উন্নয়ন খরচ, স্টুডেন্ট ইউনিয়ন ফি, জিম এবং খেলাধুলার ফি, ভর্তি ফি এবং পরীক্ষার ফি যুক্ত করা থাকে।

এছাড়া বিডিএস ক্লাসের ক্ষেত্রে নন এডি ঘর পিছু ৯৩,৫০০ টাকা এবং এসি ঘর বাবদ ১,১৫,৫০০ টাকা ধার্য করা হবে। এছাড়া ৪৪,০০০ টাকার একটি অতিরিক্ত ফি বাবদ ধার্য করা হবে। এই বাড়তি মেডিক্যাল ফি (Medical College Fees) ছাত্রদের উপর কতটা প্রভাব ফেলতে চলছে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা।

Exit mobile version