Site icon লোকাল সংবাদ

New Ration Scheme: রেশন পরিষেবায় নয়া চমক, এবার খাদ্যশস্যের সাথে মিলবে টাকাও

New Ration Scheme

Representative

New Ration Scheme: ভারতের মতো বিশাল দেশে একাশির শ্রেণীর মানুষের বসবাস রয়েছে। সঙ্গে রয়েছে গরীব খেটে খাওয়া মানুষরাও। যাদের দিন আনা দিন খাওয়ার মধ্যে রোজকার খাবার জোটানো মুশকিল হয়ে যায়। কিছু ক্ষেত্রে আধপেটা খেয়েই জীবন চালাতে হয়। সেই সব মানুষদের কথা ভেবে বিনামূল্যে রেশন পরিষেবা (New Ration Scheme) চালু করা হয় ভারত সরকারের পক্ষ থেকে। এই পরিষেবায় ভারতের নিম্নবিত্ত পরিবারের মানুষেরা বিশেষ ভাবে উপকৃত হচ্ছেন।

ভারতের আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্যও এই বিনামূল্যে রেশন পরিষেবার পাশাপাশি আরও একটি নতুন রেশন পরিষেবা (New Ration Scheme) চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। এর সাথে জানানো হয়েছে যে এই নতুন স্কিমের আওতায় বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়ার পাশাপাশি রেশন কার্ড হোল্ডারদের প্রতি মাসে ১০০০ টাকা দেওয়া হবে। দরিদ্র পরিবারগুলির সুবিধার জন্যই এই নতুন প্রকল্পের কথা ভাবছে সরকার। এতে করে যাতে দেশের গরীব পরিবারের মানুষেরা রেশন পরিষেবা থেকে আরও উপকৃত হতে পারে এমনটাই চাইছে ভারতীয় কেন্দ্র সরকার।

বর্তমানে গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন পরিষেবা দিচ্ছে ভারত সরকার আর এই বিষয়টি কারো অজানা নয়। জানা যাচ্ছে নতুন বছরের জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকার বিশেষ কিছু শ্রেণীর কিছু রেশন কার্ড হোল্ডারদের একাউন্টে ১০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (New Ration Scheme)। এই সিদ্ধান্তে গরীব এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর মানুষেরা বিশেষ ভাবে উপকৃত হতে চলেছে। সাহায্য পেতে চলেছে আর্থিক ভাবে অসচ্ছল পরিবারগুলি।

আরো পড়ুন: এক দেশ এক ভোটের বিল পেশে গরহাজির, শোকজ বিজেপির

সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নতুন রেশন পরিষেবায় (New Ration Scheme) রেশন কার্ডধারীদের একাউন্টে ১০০০ টাকা জমা করা হবে। তবে এর জন্য গ্রাহকদের একাউন্টে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। অর্থাৎ গ্রাহকদের e-KYC সম্পন্ন করা না থাকলে এই সুবিধা পাবেন না। তাই এখনও যারা নিজেদের কার্ডের e-KYC সম্পন্ন করা নেই তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে লুকিয়ে রয়েছে সাধারণের সাহায্যের বড় লক্ষ্য।

জানা যাচ্ছে এই নতুন স্কিমে (New Ration Scheme) আর্থিক সহায়তা দেওয়া হবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা প্রতিটি পরিবারের জন্যই। এর মাধ্যমে সকল কার্ড হোল্ডারদের e-KYC সম্পন্ন করাটাও এর অন্যতম লক্ষ। তাই এখনও যাদের এই প্রক্রিয়া সম্পন্ন করা নেই তারা অবশ্যই নিকটস্থ রেশন দোকানে গিয়ে যোগাযোগ করতে হবে। শুধু মাত্র আধার কার্ডের ব্যবহারেই খুব সহজে e-KYC সম্পন্ন করা যাবে। বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে হবে।

Exit mobile version