Site icon লোকাল সংবাদ

New Pension News: বছর শেষে সুখবর, সুপ্রিম কোর্টের নির্দেশে কি বাড়বে পেনশনের পরিমান

New Pension News

Representative

New Pension News: অবসর গ্রহণের পর বহু মানুষের দিন চলে পেনশনের উপরেই। বৃদ্ধ বয়সের কর্মক্ষমতা হ্রাসের ফলে আর কোনো উপায়ও থাকে না। ফলে পেনশনের টাকাতেই সংসার চলে ওইসব মানুষের। এবার বছর শেষে পেনশন ভোগীদের জন্য সুখবর এলো সুপ্রিম কোর্টের তৎপরতায়। এদিন আবারও সুপ্রিম কোর্টের অনুমোদন দেওয়া বর্ধিত পেনশন প্রকল্পের চালু করা নিয়ে দাবি উঠলো। দেশের অবসরপ্রাপ্ত মানুষদের আর্থিক স্বচ্ছলতার কথা ভেবেই বারবার উঠছে এই দাবি।

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বর্ধিত পেনশন প্রকল্প চালুর জন্য সুপ্রিম কোর্টের তরফে একটি রায় দেওয়া হয় ২০২২ সালের নভেম্বর মাসে। সেখানেই বলা হয়েছিল যে কর্মরত কর্মীরা চাইলে এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS), ১৯৯৫ অনুযায়ী বেশি পেনশন পাওয়ার স্কিম (New Pension News) বাছতে পারবেন। এই রায়ের পর কেটে গেছে দুই বছরেরও বেশি সময়। কিন্তু এখনো কার্যকর হয়নি এই নতুন নিয়ম। আর সেই জন্য আবারও এই নিয়ম কার্যকর করার জোর দাবি উঠলো।

জানা গিয়েছে জিরো আওয়ারে এই বিষয়টি তুলে ধরেন এন. কে. প্রেমাচন্দ্রন। তিনি জোর দাবি তুলে বলেন EPS ১৯৯৫ আইনের অধীনে সরকারি কর্মীরা উচ্চতর পেনশন (New Pension News) পাওয়ার দাবি রাখেন। রিপোর্ট অনুযায়ী চলতি বছরে উচ্চতর পেনশন পাওয়ার জন্য আবেদন জমা পড়েছিল সর্বমোট ১৭ লক্ষ ৪৮ হাজার ৭৭৫টি। যার মধ্যে নির্বাচিত মাত্র ৮৪০১ জনকে উচ্চতর পেনশন দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ফলে বিরাট সংখ্যক কর্মী যে এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন এই বিষয়টি এদিন প্রকাশ্যে নেন প্রেমাচন্দ্রন।

আরো পড়ুন: মেয়াদ পেরিয়েও দাবি করা হয়নি টাকা, LIC টাকা ফেরত পাওয়ার উপায়

বলে রাখা ভালো, ১৯৯৫ সালের নভেম্বরে প্রথম বারের জন্য দ্যা এমপ্লই পেনশন স্কিম (EPS 1995) আনা হয়েছিল। এটি অবসর কালীন অবস্থায় সংগঠিত খাতের কর্মীদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য চালু হওয়া একটি সোশ্যাল সিকিউরিটি ইনিশিয়েটিভ। এই প্রকল্পটি পরিচালনা করে EPFO। যার মাধ্যমে ৫৮ বছর বয়সী যেকোনো যোগ্য প্রার্থীদের অবসরকালীন পেনশনের (New Pension News) সুবিধা সুনিশ্চিত করা হয়ে থেকে এবং যেটি ক্রমবর্ধমান হিসেবে কর্মীদের অবসরকালীন পরিষেবা দিয়ে আসছে।

এছাড়াও বিজেপি সাংসদ অরুণ গোভিল চলচ্চিত্র এবং টেলিভিশনের জগতের টেকনিশিয়ান এবং সাপোর্ট স্টাফদের সামাজিক নিরাপত্তা এবং স্ট্যান্ডার্ড কন্ট্রাকটের বিষয়টি তোলেন। তিনি এই বিষয়ে দাবি রেখে বলেন বহু বছর ধরে প্রযোজকরা এক প্রকার এই শ্রেণীর ব্যক্তিদের শোষণ চালিয়ে আসছে। অনেক ক্ষেত্রে চুক্তি গুলিও প্রযোজকের পক্ষে বানানো হয়। ফলে বিপাকে পরেন এইসব কর্মীরা। তাই এদের ক্ষেত্রে নতুন শ্রম আইন প্রযোজ্য করার দাবি তোলা হয়। এছাড়াও তাদের প্রভিডেন্ট ফান্ড, হেলথ ইন্সুরেন্স এবং অতিরিক্ত কাজের জন্য বর্ধিত অর্থপ্রদানের মতো বিশেষ পরিষেবা গুলি নিশ্চিতকরণের দিকে নজর দিতে অনুরোধ করেছেন তিনি।

Exit mobile version