Teesta Flood: অত্যাধিক ভারী বৃষ্টির ফলে তিস্তা নদীর জলসীমা বেড়ে যায় এবং 29 মাইল এলাকায় বাঁধ ভেঙে NH‑10 রাস্তা প্লাবিত হয়েছে, ফলে সারা রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তাও।
ল্যান্ডস্লাইড ও ভূমিধস (Teesta Flood)
কালিম্পং-এর তারখোলা এলাকায় ভূমিধস ও তিস্তা নদীর জলসীমা (Teesta Flood) বেড়ে যাওয়ার কারণে সেবক ও রংপো রুট সঠিকভাবে চলাচলের ক্ষেত্রে অনুপযোগী হয়ে পড়েছে। একইসঙ্গে বারদাং ও সিংথাম-রংপো রুটেও বড় ধরনের ভূমিধস দেখা গিয়েছে।
আরও পড়ুন: আগস্ট মাসের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ছুটির তালিকা
বর্তমান পরিস্থিতি ও বিকল্প রুট
NH‑10 রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে তা মেরামত করা হচ্ছে। ছোট গাড়িগুলিকে কালিম্পং-মুনসং-১৭ মাইল-আলগারা-লাভা গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর ভারী যানবাহনের জন্য বিকল্প রুট করা হয়েছে, রেশি-পেডোং-আলগারা-লাভা গরুবাথান হয়ে শিলিগুড়ি।
কবে পর্যন্ত বন্ধ?
প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় ও নিরাপদ ঘোষণা না করা হয় ততক্ষণ পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। বিভিন্ন জায়গায় জরুরিকালীন অবস্থায় মেরামতির কাজ চলমান রয়েছে। NH‑10 যা অধিকাংশ অংশে সংকীর্ণ ও দুর্গম পাহাড়ি ভূপৃষ্ঠের জন্য ঝুঁকিপূর্ণ, সম্প্রতি NHIDCL এর নিয়ন্ত্রণে গিয়েছে, যারা নানা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ করে থাকে। পর্যটক দের এই রাস্তাটি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একান্তই যেতে বাধ্য হলে, সংক্ষিপ্ত রুটের জন্য ছোট গাড়ি এবং দীর্ঘ রুটের জন্য ভারী যান ব্যবহার করতে বলা হয়েছে।