Site icon লোকাল সংবাদ

Hooghly Bridge: বন্ধ হতে চলেছে হুগলি সেতু, চলবে না কোনো যান, জানুন বিকল্প পথ

Hooghly Bridge

Representative

Hooghly Bridge: বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত। তার পুরাতন রাজধানী শহর ছিল কলকাতা। এই কলকাতা শহরের ইতিহাস ঘাঁটলে এর ঐতিহ্য সম্পর্কে বিশাল তথ্য পাওয়া যায়। এই শহরের বুকে রয়েছে একাধিক ইতিহাসের সাক্ষ্য বহনকারী ইমারত। এর মধ্যে একাধিক সেতুও রয়েছে। কলকাতার বুকে পুরানো সেতুগুলোর মধ্যে অন্যতম হলো দ্বিতীয় হুগলি সেতু।

শুরু হয়েছে নতুন মাস! আজ ডিসেম্বরের এক তারিখ আর আজ থেকেই বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। জানা যাচ্ছে ১লা ডিসেম্বরের সন্ধ্যা থেকে ২রা ডিসেম্বর সকাল পর্যন্ত প্রায় বারো ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Hooghly Bridge)। এই সময় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে জানা যাচ্ছে। ফলে যাত্রী ভোগান্তির একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। রাতের সময়েই শহরে পণ্যবাহী যানবাহনের যাতায়াত থাকে বেশি ফলে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে শহর কলকাতা।

জানা যাচ্ছে উরস উৎসবের কারণে বন্ধু থাকতে চলে দ্বিতীয় হুগলি সেতু (Hooghly Bridge) ওরফে বিদ্যাসাগর সেতু। জানা যাচ্ছে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করছে কলকাতা পুলিশ। এই সময় বিকল্প পথের মাধ্যমে যান চলাচল করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এই সময় খিদিরপুর রড সহ অন্যান্য রাস্তাতে যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: ডিসেম্বরেই বন্ধ হতে চলেছে বারাসাত উড়ালপুল, সমস্যায় হকার থেকে নিত্যযাত্রী সকলেই

এই সেতু (Hooghly Bridge) বন্ধ থাকলে যানবাহন চলাচলে অসুবিধা হবে স্বাভাবিক তবে ছুটির দিন বলে কিছুটা চাপ কম থাকবে বলে অনুমান করা হচ্ছে। পণ্যবাহী যানবাহন যাতায়াতের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। কারণ মালপত্র পৌঁছে দিতে কিছু ঘুরপথে যেতে হতে পারে গাড়িগুলোকে। এছাড়াও আরো কিছু দিকে যান চলাচল বন্ধ রাখার কথা ভাবা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেন্ট জর্জ গেট রাস্তা ধরে দক্ষিণের রাস্তাটি বন্ধ থাকবে। এছাড়া খিদিরপুর রোডের হেনস্টিংস ক্রসিংয়ের রাস্তাটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উরস উৎসবে বিদ্যাসাগর সেতু (Hooghly Bridge) খোলা রাখলে সমস্যা হতে পারে। যানজট মানুষের জীবনে বাধা আনতে পারে। তাই বিদ্যাসাগর সেতু হয়ে খিদিরপুর রোড ধরে পশ্চিমে হেস্টিংস ক্রসিংয়ের দিকে গাড়ি যেতে দেওয়া হবেনা। এক্ষেত্রে সত্য ডাক্তার রোড হয়ে গাড়ি গুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। গুরুত্বপুর্ণ রাস্তা বন্ধের কারণে ট্রাফিক যে চাপে পড়তে চলেছে তার জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে সরকারের তরফে।

Exit mobile version